মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জুলাই ২০২৪ ২১ : ২৭Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: বারো মাসে তেরো পার্বণ উদ্যাপনে শামিল হন টলি তারকারা। তাই বাদ গেল না রথযাত্রায় জগন্নাথ আরাধনাও। এ বছর কী ভাবে উদ্যাপনে মাতলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, মনামী ঘোষ, স্বস্তিকা দত্ত, রূপসা মুখোপাধ্যায়, শ্রুতি দাসের মতো টলি নায়িকারা?
প্রতি বছর বাড়িতেই নিজের হাতে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবছরও তার অন্যথা হয়নি। সোশ্যাল মিডিয়ায় নায়িকা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পুজোর আয়োজনের ছবি।
এ দিন সাবেকি সাজে সোনালি সিফন শাড়িতে ঝলমলে রুক্মিণী মৈত্র। জুঁইয়ের মালায় সাজলেন নায়িকা। এই সাজে তিনি উপস্থিত ছিলেন ইস্কনের রথযাত্রায়।
নিজের হাতে পুজোর আয়োজন করতে দেখা গেল অভিনেত্রী মনামী ঘোষকেও। লাল শাড়িতে সাজলেন তিনি।