শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | France-Portugal: রোনাল্ডোর বিদায়, টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে শেষ চারে ফ্রান্স

Sampurna Chakraborty | ০৬ জুলাই ২০২৪ ০৩ : ৩১Sampurna Chakraborty


ফ্রান্স - (০)

পর্তুগাল - (০)

আজকাল ওয়েবডেস্ক: স্লোভেনিয়ার বিরুদ্ধে পেনাল্টি সেভের হ্যাটট্রিকে পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন দিয়েগো কোস্তা। কিন্তু এদিন আর তাঁর গ্লাভস বাঁচাতে পারেনি রোনাল্ডোদের। শুক্রবার রাতে হ্যামবার্গে টাইব্রেকারে পর্তুগালকে ৫-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স। চোখের জলে বিদায় হল রোনাল্ডো, পেপের। গ্যালারিতে বসে তাঁদের সঙ্গে চোখ ভেজালেন লুই ফিগো। টাইব্রেকারে পাঁচে পাঁচ। একশো শতাংশ সাফল্য দিদিয়ের দেশঁর দলের। ফ্রান্সের গোলদাতা ডেম্বেলে, ফোফানা, কুন্ডে, বার্কোলা এবং থিও হার্নান্দেজ। পর্তুগালের হয়ে গোল করেন রোনাল্ডো, বার্নার্ডো সিলভা, নুনো মেন্ডিস। মিস করেন পর্তুগালের জোয়াও ফেলিক্স। তাঁর শট পোস্টে লাগে। এটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। নব্বই মিনিটের শেষে গোলশূন্য। ১২০ মিনিটের শেষেও স্কোরলাইনে কোনও পরিবর্তন নেই। শেষমেষ টাইব্রেকারে জিতে সেমিফাইনালে স্পেনের মুখোমুখি ফ্রান্স। পর্তুগালের বিদায়ে ইউরোয় রোনাল্ডো যুগের অবসান হল। শেষবারের মতো মাঠ ছাড়লেন পর্তুগিজ তারকা। স্পেন-জার্মানির পর আরও একটি কোয়ার্টার ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। তবে দুই ম্যাচের টেম্পোর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। শুক্র রাতের প্রথম কোয়ার্টার ফাইনাল যতটা উপভোগ্য এবং গতিময়, ফ্রান্স-পর্তুগাল ম্যাচ ঠিক ততটাই ম্যাড়ম্যাড়ে। গোটা ম্যাচে হাতেগোনা সুযোগ। তারমধ্যে নিশ্চিত সুযোগ বলতে দুই থেকে তিনটি। ম্লান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার মেনে নিতেই হবে যে সিআরসেভেনের জমানার অবসান হতে চলেছে। অন্যদিকে কিলিয়ান‌ এমবাপেও সেইভাবে নজর কাড়তে পারেনি। নব্বই মিনিটের শেষে গোলশূন্য। অতিরিক্ত সময়ের বিরতিতে নিজের আর্মব্যান্ড খুলে দেশঁর হাতে ধরিয়ে দেন এমবাপে‌। তারকা ফুটবলার বুঝিয়ে দেন আর খেলার মতো অবস্থায় নেই তিনি। পর্তুগালের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মুখের ডানদিকে বল লাগে ফ্রান্সের অধিনায়কের। নাক ধরে বেশ কিছুক্ষণ মাঠেই শুয়ে থাকেন। এদিন ১০৫ মিনিটের ফুটবল খেলার পরই বেঞ্চে বসে নাকে আইস প্যাক লাগাতে দেখা যায় তাঁকে। 

চলতি ইউরোয় এখনও পর্যন্ত সেরাটা দিতে পারেনি দুই দলই। তুরস্কের বিরুদ্ধে ৩-০ গোলে জয় ছাড়া উল্লেখযোগ্য কোনও পারফরম্যান্স নেই পর্তুগালের। গ্রুপের শেষ ম্যাচে জর্জিয়ার কাছে হারে রোনাল্ডোরা‌‌। অন্যদিকে তথৈবচ ফ্রান্সও। শেষ আটে উঠলেও এখনও পর্যন্ত ছন্দে পাওয়া যায়নি বিশ্বকাপের রানার্সদের। বিশেষ করে অ্যাটাকিং বিভাগে। গোলের খাতা খুলতে পারেনি দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং কিলিয়ান এমবাপে। এই ম্যাচই তাঁদের অগ্নিপরীক্ষা ছিল। কিন্তু তাতে উত্তীর্ণ হতে পারেনি দুই তারকা ফুটবলার। শুরুটা তুলনায় ভাল করে পর্তুগাল। বাঁ প্রান্ত ধরে বিপক্ষের বক্সে বেশ কয়েকবার ঢুকে পড়েন রাফায়েল লিও। কিন্তু সেই অর্থে গোলমুখ খুলতে পারেনি। সামনে একা রোনাল্ডোকে রেখে দল সাজান মার্টিনেজ। কিন্তু বয়সের সঙ্গে ক্ষিপ্রতা কমেছে সিআরসেভেনের। এদিনও অফকালার দেখায় পর্তুগিজ অধিনায়ককে। প্রত্যেক ম্যাচে শিরোনামে থাকলেও পার্থক্য গড়ে দিতে পারেননি রোনাল্ডো।‌ অন্যদিকে এখনও পর্যন্ত ইউরোয় গোলের সন্ধানে এমবাপে। গতি বাড়িয়ে বার দুয়েক বিপক্ষের বক্সে ঢুকে পড়লেও আতঙ্ক সৃষ্টি করতে পারেনি। প্রথমার্ধে কোনও দলই গোলের ওপেন সুযোগ তৈরি করতে পারেনি। যদিও বল পজেশন বেশি ছিল পর্তুগালের। ম্যাচের ২০ মিনিটে গোল লক্ষ্য করে প্রথম শট ফ্রান্সের। থিও হার্নান্দেজের দূরপাল্লার শট বাঁচায় কোস্তা। তার দু'মিনিটের মধ্যে গতি বাড়িয়ে বিপক্ষের বক্সে ঢুকে পড়েন এমবাপে। কিন্তু বিপদ সৃষ্টি করতে পারেননি। এদিন থুরামের পরিবর্তে কোলো মুয়ানিকে প্রথম একাদশে রাখেন দিদিয়ের দেশঁ। রাখেননি ডেম্বেলেকেও। প্রথমার্ধে পর্তুগালের একমাত্র হাফ চান্স ৩০ মিনিটে। লিওর শট সরাসরি তালুবন্দি করেন ফ্রান্সের কিপার। প্রথমার্ধে আক্রমণ তৈরি হলেও গোলের পজিটিভ সুযোগ পায়নি কোনও দলই। 

দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা ওপেন হয়ে যায়। বিরতির পর ব্যাক টু ব্যাক জোড়া সুযোগ পর্তুগালের। ম্যাচের ৬২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের শট বাঁচায় ফরাসি কিপার। তার দু'মিনিটের‌ মধ্যে দারুণ সেভ মাইগনানের। ৬৪ মিনিটে ভিটিনহার শট বাঁচান ফ্রান্সের কিপার। দ্বিতীয়ার্ধে জোড়া সুযোগ নষ্ট ফ্রান্সেরও। ম্যাচের ৬৬ মিনিটে কোলো মুয়ানির নিশ্চিত গোল বাঁচান কোস্তা‌‌। তার পাঁচ মিনিটের মধ্যে আবার মিস। এবার ৭১ মিনিটে সিটার নষ্ট করেন কোলো মুয়ানি‌। সামনে একা পর্তুগালের কিপার কোস্তাকে পেয়েও বাইরে মারেন। কয়েকটা হাতেগোনা সুযোগ ছাড়া নব্বই মিনিটে কোনও দলই গোলের নিশ্চিত সুযোগ পায়নি। ফাইনাল থার্ডে ব্যর্থতা। নিজেদের সেরার ধারেকাছে পৌঁছতে পারেনি ফ্রান্স এবং পর্তুগাল। গোটা ১২০‌ মিনিট কেন রোনাল্ডোক বয়ে বেড়ানো হল, তার কোনও ব্যাখ্যা নেই। শেষ মিনিটে এমবাপের নির্বিষ শট তালুবন্দি করেন কোস্তা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে সুযোগ ছিল পর্তুগালের সামনে। কিন্তু ম্যাচের ৯৩ মিনিটে কনসেসাওয়ের পাস থেকে মিস রোনাল্ডোর। সামনে একা ফরাসি গোলকিপার মাইগনানকে পেয়েও বক্সের ওপর দিয়ে ভাসিয়ে দেন। ম্যাচের অন্তিমলগ্নে সুযোগ পেয়েও কোনও দলই কাজে লাগাতে পারেনি। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাকিস্তানের অলরাউন্ডারের, ১৩ মাসে দ্বিতীয়বার...

মায়ের হাতে ট্রফি তুলে দিলেন গুকেশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, মন ছুঁলেন নেটিজেনদের ...

হাইব্রিড মডেলে রাজি দুই দেশের বোর্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটার মুখে?...

কেমন হতে পারে গাব্বায় ভারতের সম্ভাব্য একাদশ? দলে দুটো পরিবর্তনের ইঙ্গিত...

দাদার পর নজর কাড়ল ভাই, কর্ণাটকের হয়ে শতরান দ্রাবিড় পুত্রের...

বাবর আজম-মহম্মদ রিজওয়ানের খেলাতেই ম্যাচ হারতে হচ্ছে, ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানেরই ক্রিকেটার...

রেফারিং নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গল শিবির, বাকি মরশুম থেকে ছিটকে যেতে পারেন মাদি তালাল ...

ইতিহাস তৈরি করে বিশ্বচ্যাম্পিয়ন, কত টাকা পেলেন গুকেশ? ...

বাদ প্রাক্তন নাইট তারকা, নিলামে অবিক্রিত থাকা ক্রিকেটারই অধিনায়ক, বিজয় হাজারের দল ঘোষণা করল এই দল ...

সবে ফিরেছিলেন চেনা ছন্দে, ফের চোটের কারণে ফের মাঠের বাইরে এমবাপ্পে...

২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে, তিন মহাদেশের ৬টি দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, বিরাট ঘোষণা ফিফার...

যত কাণ্ড অ্যাডিলেডে, সিরাজকে রাগাতে দেড় লক্ষ টাকা খরচ, বিষয়টা কী? ...

কলকাতায় এসে উচ্ছ্বসিত, ফুটবলের শহরে ফুটবলপ্রেমীদের ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান ক্যাম্পবেল...

কলকাতায় এসে উচ্ছ্বসিত, ফুটবলের শহরে ফুটবলপ্রেমীদের ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান ক্যাম্পবেল...

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে আগ্রহ তুঙ্গে, সাত মাস আগেই শেষ টিকিট বিক্রি ...



সোশ্যাল মিডিয়া



07 24