শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০২ জুলাই ২০২৪ ১৮ : ২৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার লোকসভার চলতি অধিবেশনে প্রথমবার জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল ৪টা ১৫ নাগাদ প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হতেই বিরোধীরা সুর চড়ায়। মোদির বক্তব্যে বারবার বাধা আসায় সতর্ক করেন অধ্যক্ষ ওম বিড়লা। যদিও তাতে কোনও পার্থক্য ঘটেনি। প্রায় একঘন্টার মোদি-বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত বিরোধী জোট থেকে উঠল স্লোগান, 'গুণ্ডারাজ চলবে না', 'আমরা ন্যায় চাই'। যদিও লাগাতার স্লোগানের মাঝে সাময়িক ভাবে তাঁকে বক্তব্য থামিয়ে দিতে হলেও, একের পর এক বিষয় তুলে ধরে জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। হট্টগোলের মাঝেই মোদি বলতে থাকেন, দেশের মানুষ গেরুয়া শিবিরের, এনডিএ জোটের নীতি-নিয়ম-নিষ্ঠার উপর ভরসা দেখিয়েছে। বলেন, 'এই নির্বাচনে বড় সংকল্প নিয়ে দেশের মানুষের কাছে গিয়েছিলাম। জনগণ দীক্ষিত ভারতের সংকল্পকে সফল করতে আমাদের পুনরায় নির্বাচিত করেছে।' দীক্ষিত ভারত নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ২০১৪ পূর্ববর্তী সময়ের কথা উঠে আসে মোদির বক্তব্যে। তার আগের জমানার সরকারকে কটাক্ষ করে বলেন, '২০১৪-র আগে শোনা যেত, এই দেশের কিছু হবে না।' হাতিয়ার করেন ২০১৪ -র আগের সময়ের দুর্নীতিকে। বলেন, 'সেইসময় প্রতিদিন সংবাদ মাধ্যমে দুর্নীতির খবর। চতুর্দিকে দুর্নীতি। নির্লজ্জের মতো সকলের সামনে তা স্বীকারও করে নেওয়া হত। এই দুর্নীতি দেশকে নিরাশার দিকে ঠেলে দিয়েছিল।' তাঁর কথায় উঠে আসে কয়লা দুর্নীতি, যে কোনও বিষয়ে সুপারিশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, 'একটা সময় ছিল, যখন রেশন থেকে গ্যাস সব বিষয়ে সাধারণ মানুষকে সুপারিশ নির্ভর হয়ে থাকতে হত। দেশের যুবকেরা আশা হারিয়ে ফেলেছিলেন। রেশন, গ্যাসের জন্য ঘুষ দিতে হত। নাগরিকেরা নিরাশ হয়ে ভাগ্যকে দোষ দিতেন।' ব্যাঙ্ক ইস্যু তুলে বলেন, ২০১৪-র আগে ব্যাঙ্ককে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করা হত। ব্যাঙ্কের সম্পত্তি লুঠ করা হয়েছিল বলে অভিযোগ তুলে নিজের জমানার সঙ্গে তুলনা টানেন, বলেন, 'কিন্তু আজ ভারতের ব্যাঙ্ক দুনিয়ার সব থেকে বড় লাভজনক ব্যাঙ্ক হয়েছে। ' গত ১০ বছরে ভারতের অর্থনীতকে ১০ থেকে ৫ নম্বরে তুলে এনেছেন দাবি করে আগামিদিনে বিশ্বের ৩ নম্বরে নিয়ে যাবেন বলে আশ্বাস দেন।
১০ বছরে সরকারের সফলতার খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদে বোঝানোর চেষ্টা করেন, 'এই মুহূর্তে দেশ নিরাশা থেকে বেরিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে। 'কিছু হবে না' এই ভাবনার বদল ঘটে মানুষ এখন ভাবেন এই দেশে সব কিছু সম্ভব। এই বিশ্বাস তৈরির কাজ করেছি আমরা।' অষ্টাদশ লোকসভার প্রথম জবাবি ভাষণে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে মুখ খোলেন মোদি। বলেন, '৩৭০ ধারা নেই। লোকতন্ত্র মজবুত হয়েছে। পাথর ছোঁড়া হয় না।' কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, 'কংগ্রেসের ইতিহাসে এই প্রথম টানা তিন বার ১০০ পার করতে পারল না তারা। তৃতীয় বড় হার ওদের। ভাল হত, কংগ্রেস হার স্বীকার করে নিত। কংগ্রেস নেতারা যা বলছেন, তা শোলে ছবিকেও পিছনে ফেলে দিয়েছে।'
নজর ছিল, সংসদে রাহুলের মন্তব্য নিয়ে মোদি কী বলেন তা নিয়ে। রাহুল সোমবার সংসদে বলেন, 'এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ নিলেও তাঁকে দেখা যায় অভয়মুদ্রায়। যার অর্থ ভয় পেয়ো না। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে তারা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে।' মোদি বলেন, 'সোমবার সংসদে যা হয়েছে, ভাবা যায় না। হিন্দুরা সহনশীল। তাই ভারতের বিশালত্ব আজও রয়েছে। হিন্দুদের মিথ্যা অপবাদ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। ' দেশে হিন্দুদের গালি দেওয়া এখন ফ্যাশন হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
যত কাণ্ড বিহারে, মদ খেয়ে স্কুলে হাজির প্রিন্সিপাল ও শিক্ষক! তারপর যা হল... ...
ফের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়! দুর্যোগের আশঙ্কা, ঝড়বৃষ্টিতে হবে তোলপাড়...
নেপালের এই ব্যক্তি গাইতে পারেন ১৬০টি দেশের জাতীয় সঙ্গীত, শুনলে চমকে যেতে হবে...
সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে ওড়াল আদানি গ্রুপ, বিজেপি বলছে খামোখা মোদিকে বদনামের চেষ্টা...
একসঙ্গে ১৭,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র, আপনার অ্যাকাউন্ট বিপদে নেই তো? জানুন বিস্তারিত…...
আদিবাসী তরুণীর মুখে মানুষের মল ঢুকিয়ে হেনস্থা, মধ্যযুগীয় নির্মম অত্যাচারের সাক্ষী থাকল ওড়িশা ...
পিকনিকে হুল্লোড়ের মাঝেই ঘটল বিপত্তি, ঘুরতে গিয়ে ডুবে মৃত্যু তিন পড়ুয়ার ...
ঝাড়খণ্ডে ফিরছেন হেমন্তই? নাকি বাজিমাত হিমন্তের কৌশলে? দু' দফার ভোট শেষে সমীক্ষা বলছে বড় কথা...
আগামী পাঁচ বছর মহারাষ্ট্র কার? ফিরছেন উদ্ধব? হাইভোল্টেজ ভোট শেষে বড় ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়...
দিল্লির মতোই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, রাজস্থানের জেলায় জেলায় আতঙ্ক, বড় সিদ্ধান্ত পড়ুয়াদের জন্য...
সিনেমাই এবার বাস্তবে, হারিয়ে যাওয়া বাবাকে কীভাবে খুঁজে পেলেন মেয়েরা শুনলে চমকে উঠবেন...
ভারতের সবথেকে ধীরগতির ট্রেন কোনটি, এই ট্রেনে চড়েছেন আপনিও...
লেভেল ক্রসিং ভেঙে ট্রেনে ধাক্কা, উল্টে গেল ট্রাক, দুর্ঘটনার কবলে রেল...
মিরাকল! দু'ঘণ্টা বন্ধ হৃদস্পন্দন, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন যুবক, অবাক করা কাণ্ড এইমস ভুবনেশ্বরে ...
ঢকঢক করে 'মদ' পান, মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়লেন মেঝেতে, মর্মান্তিক পরিণতি বৃদ্ধের ...
কিছুতেই কমছে না দূষণ, অগত্যা কৃত্রিম বৃষ্টি চাইছে দিল্লি সরকার, চাওয়া হল মোদির অনুমতি ...
রেলে লোয়ার বার্থ বুকিং করার নিয়ম বদল, কীভাবে এর সুবিধা নেবেন ...