রবিবার ০৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ০২ জুলাই ২০২৪ ১৮ : ২৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার লোকসভার চলতি অধিবেশনে প্রথমবার জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল ৪টা ১৫ নাগাদ প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হতেই বিরোধীরা সুর চড়ায়। মোদির বক্তব্যে বারবার বাধা আসায় সতর্ক করেন অধ্যক্ষ ওম বিড়লা। যদিও তাতে কোনও পার্থক্য ঘটেনি। প্রায় একঘন্টার মোদি-বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত বিরোধী জোট থেকে উঠল স্লোগান, 'গুণ্ডারাজ চলবে না', 'আমরা ন্যায় চাই'। যদিও লাগাতার স্লোগানের মাঝে সাময়িক ভাবে তাঁকে বক্তব্য থামিয়ে দিতে হলেও, একের পর এক বিষয় তুলে ধরে জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। হট্টগোলের মাঝেই মোদি বলতে থাকেন, দেশের মানুষ গেরুয়া শিবিরের, এনডিএ জোটের নীতি-নিয়ম-নিষ্ঠার উপর ভরসা দেখিয়েছে। বলেন, 'এই নির্বাচনে বড় সংকল্প নিয়ে দেশের মানুষের কাছে গিয়েছিলাম। জনগণ দীক্ষিত ভারতের সংকল্পকে সফল করতে আমাদের পুনরায় নির্বাচিত করেছে।' দীক্ষিত ভারত নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ২০১৪ পূর্ববর্তী সময়ের কথা উঠে আসে মোদির বক্তব্যে। তার আগের জমানার সরকারকে কটাক্ষ করে বলেন, '২০১৪-র আগে শোনা যেত, এই দেশের কিছু হবে না।' হাতিয়ার করেন ২০১৪ -র আগের সময়ের দুর্নীতিকে। বলেন, 'সেইসময় প্রতিদিন সংবাদ মাধ্যমে দুর্নীতির খবর। চতুর্দিকে দুর্নীতি। নির্লজ্জের মতো সকলের সামনে তা স্বীকারও করে নেওয়া হত। এই দুর্নীতি দেশকে নিরাশার দিকে ঠেলে দিয়েছিল।' তাঁর কথায় উঠে আসে কয়লা দুর্নীতি, যে কোনও বিষয়ে সুপারিশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, 'একটা সময় ছিল, যখন রেশন থেকে গ্যাস সব বিষয়ে সাধারণ মানুষকে সুপারিশ নির্ভর হয়ে থাকতে হত। দেশের যুবকেরা আশা হারিয়ে ফেলেছিলেন। রেশন, গ্যাসের জন্য ঘুষ দিতে হত। নাগরিকেরা নিরাশ হয়ে ভাগ্যকে দোষ দিতেন।' ব্যাঙ্ক ইস্যু তুলে বলেন, ২০১৪-র আগে ব্যাঙ্ককে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করা হত। ব্যাঙ্কের সম্পত্তি লুঠ করা হয়েছিল বলে অভিযোগ তুলে নিজের জমানার সঙ্গে তুলনা টানেন, বলেন, 'কিন্তু আজ ভারতের ব্যাঙ্ক দুনিয়ার সব থেকে বড় লাভজনক ব্যাঙ্ক হয়েছে। ' গত ১০ বছরে ভারতের অর্থনীতকে ১০ থেকে ৫ নম্বরে তুলে এনেছেন দাবি করে আগামিদিনে বিশ্বের ৩ নম্বরে নিয়ে যাবেন বলে আশ্বাস দেন।
১০ বছরে সরকারের সফলতার খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদে বোঝানোর চেষ্টা করেন, 'এই মুহূর্তে দেশ নিরাশা থেকে বেরিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে। 'কিছু হবে না' এই ভাবনার বদল ঘটে মানুষ এখন ভাবেন এই দেশে সব কিছু সম্ভব। এই বিশ্বাস তৈরির কাজ করেছি আমরা।' অষ্টাদশ লোকসভার প্রথম জবাবি ভাষণে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে মুখ খোলেন মোদি। বলেন, '৩৭০ ধারা নেই। লোকতন্ত্র মজবুত হয়েছে। পাথর ছোঁড়া হয় না।' কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, 'কংগ্রেসের ইতিহাসে এই প্রথম টানা তিন বার ১০০ পার করতে পারল না তারা। তৃতীয় বড় হার ওদের। ভাল হত, কংগ্রেস হার স্বীকার করে নিত। কংগ্রেস নেতারা যা বলছেন, তা শোলে ছবিকেও পিছনে ফেলে দিয়েছে।'
নজর ছিল, সংসদে রাহুলের মন্তব্য নিয়ে মোদি কী বলেন তা নিয়ে। রাহুল সোমবার সংসদে বলেন, 'এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ নিলেও তাঁকে দেখা যায় অভয়মুদ্রায়। যার অর্থ ভয় পেয়ো না। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে তারা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে।' মোদি বলেন, 'সোমবার সংসদে যা হয়েছে, ভাবা যায় না। হিন্দুরা সহনশীল। তাই ভারতের বিশালত্ব আজও রয়েছে। হিন্দুদের মিথ্যা অপবাদ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। ' দেশে হিন্দুদের গালি দেওয়া এখন ফ্যাশন হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
নানান খবর

নানান খবর

কয়েক মাস পর বিয়ে, হবু বরের সঙ্গে রোলার কোস্টারে উঠেই বিপত্তি, ছিটকে পড়ে মর্মান্তিক পরিণতি তরুণীর

কেন্দ্রের নজিরবিহীন ছাড়পত্র, একই বিমানবন্দর থেকে উড়বে সামরিক ও অসামরিক বিমান

কা-কা ডাক নয়, অবিকল মানুষের মতো কথা বলে কাক, কীর্তি দেখে চমকে উঠলেন স্থানীয়রা

ক্রিকেট খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, ২১ বছরের তরুণের মর্মান্তিক পরিণতি, আঁতকে উঠলেন সকলে

মায়ের চুলের মুঠি ধরে মারধর, স্ত্রীর কীর্তি ফাঁস করে স্বামী বললেন, 'মুসকানের মতো মেরে ফেলবে আমাদের'

আগামিকাল শেষ সিপিএম-এর পার্টি কংগ্রেস, নতুন সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে

শপিং মলে ঢুকেই ছুড়ে দিলেন কফি, কেনই বা হঠাৎ মেজাজ হারালেন তরুণী

কংগ্রেসের নতুন উদ্যোগ: মনমোহন সিংহ ফেলোশিপ প্রোগ্রাম চালু

৫২ বছর একসঙ্গে সংসার, কোন ঝড় টলাতে পারেনি তাঁদের, মৃত্যুও আলাদা করতে পারল না দম্পতিকে

গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

হঠাৎ করে গায়ে আগুন জ্বলে উঠল, স্বামীর সঙ্গে এ কী করলেন স্ত্রী!

কুকুরের ভক্তিতে তাক লাগল নেটপাড়ায়, ভাইরাল ভিডিও

পাশাপাশি বসে মোদি-ইউনূস, দেখা হলেও কথা হল না! তবে মুখোমুখি বৈঠকের জল্পনায় ঘি

হাতের কাছে পেয়ে তরুণীর সঙ্গে কী করল হনুমান, সবাই দেখল অবাক হয়ে

পিৎজা-পানীয় অর্ডার করেই আত্মঘাতী তরুণী, কাঠগড়ায় তুতো দাদা! প্রেম-প্রতারণার অভিযোগ পরিবারের

রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক