সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ০২ জুলাই ২০২৪ ১৬ : ২১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা এলাকায় একটি শতাব্দী প্রাচীন পুকুর দিবালোকে ভরাট করার চেষ্টার অভিযোগ উঠল এলাকার কিছু মাটি মাফিয়া এবং স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। পুকুর ভরাটের খবর পেয়ে নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন। ইতিমধ্যেই বিডিও গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য বিএলআরও-কে নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরদিঘি বিধানসভার হলদি গ্রামে হাজরা পুকুর নামে একটি বহু প্রাচীন পুকুর রয়েছে। পুকুরটির আয়তন প্রায় ১১ বিঘা। একাধিক ব্যক্তির মালিকানা রয়েছে ওই পুকুর এবং সংলগ্ন জমিতে।
অভিযোগ পুকুরের মালিকানা নিয়ে বিবাদ থাকার সুযোগ নিয়ে স্থানীয় কিছু মাটি মাফিয়া গত কয়েকদিনে পুকুরটির প্রায় তিন বিঘা এলাকা জুড়ে মাটি ফেলে ভরাট করে ফেলেছেন।
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, অনেকেই বাড়ির বিভিন্ন কাজে হাজরা পুকুরের জল ব্যবহার করে থাকেন। পাশাপাশি বেশি বৃষ্টি হলে নিকাশির জলও ওই পুকুরে গিয়ে পড়ে। পুকুরটি ভরাট হয়ে গেলে বর্ষাকালে এলাকার বড় অংশ জলে ডুবে যাবে বলে তাদের আশঙ্কা। মহিদুল শেখ নামে গ্রামের এক বাসিন্দা বলেন, 'আমার চাষের জমির উপর দিয়ে দিনের বেলা বড় বড় ট্রাক্টরে করে মাটি নিয়ে গিয়ে ওই পুকুরে ফেলা হয়েছে। আমি প্রতিবাদ করলে আমাকে হুমকি দিয়েছে এলাকার মাটি মাফিয়ার।' তাঁর দাবি, 'ঐ পুকুরের কিছুটা অংশে আমারও মালিকানা রয়েছে। কিন্তু মাটি মাফিয়া এবং স্থানীয় কয়েকজন নেতা আমার অনুমতির তোয়াক্কা না করে গায়ের জোরে মাটি ফেলে পুকুরটি ভরাট করছে।'
গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল নেতা অরূপ মন্ডল সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের ঘনিষ্ঠ হওয়ায় তাঁর বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারছে না।
তবে বেআইনিভাবে যে পুকুর ভরাট হয়েছে তা মেনে নিয়েছেন সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সাইফুল আলম। তিনি বলেন, 'আমি ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করে এসেছি। এরপর পঞ্চায়েত থেকে যা যা করার আমরা করব। যারা পুকুর ভরাটের কাজে যুক্ত ছিল বলে আমরা জানতে পেরেছে তাদের সকলকে পঞ্চায়েতে ডেকে পাঠানো হয়েছে।' অন্যদিকে সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস বলেন,'আমি কাউকে পুকুর ভরাটের জন্য অনুমতি দিইনি।'
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা