শনিবার ০৬ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

Rahul Gandhi: হিন্দুত্বের অস্ত্রে বিজেপিকে তুলোধনা রাহুল গান্ধীর

Rajat Bose | ০১ জুলাই ২০২৪ ১৯ : ১২


বীরেন ভট্টাচার্য,‌ নয়া দিল্লি:‌ হিন্দুত্ব অস্ত্রে বিজেপির বিরুদ্ধে সংসদে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁকে থামাতে আসরে অবতীর্ণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পরিবেশমন্ত্রী ভুপেন্দ্র যাদব, বিজেপির প্রবীণ সাংসদ নিশিকান্ত দুবে। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপনে ভগবান শিব, অভয় মুদ্রার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, শিবের মূল নীতি অহিংসা। যদিও বিজেপি হিন্দুত্বের নামে সারা দেশে হিংসা, ঘৃণা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। তাঁর এই অভিযোগেই ক্ষেপে ওঠে সমগ্র ট্রেজারি বেঞ্চ। শাসক এবং বিরোধী পক্ষের তুমুল হট্টগোল শুরু হয়। একাধিকবার বক্তব্য থামাতে হয় তাঁকে। 
আজ ভাষণের প্রতিটি শব্দে বিঁধলেন বিজেপির হিন্দুত্বকে। এমনকী, স্পিকারকেও রেয়াত করেননি রাহুল গান্ধী। স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘‌আপনি যখন স্পিকার পদের দায়িত্বগ্রহণ করেন, আমি আপনার সঙ্গে চেয়ার পর্যন্ত গিয়েছিলাম। লোকসভায় আপনার কথাই চূড়ান্ত। আপনি যা বলেন, সেটা মূলত ভারতের গণতন্ত্র।’‌ স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেছেন, ‘‌চেয়ারে দুইজন ব্যক্তি বসে রয়েছেন। একজন স্পিকার এবং আরেকজন ওম বিড়লা। যখন আমি আপনার সঙ্গে করমর্দন করি, আপনিও আমার সঙ্গে সেটাই করেন। যদিও মোদিজী যখন করমর্দন করেন, আপনি মাথা নত করেন।’‌ আজ রাহুলের বক্তব্যে অস্ত্র ছিল বিজেপি ও আরএসএসের হিন্দুত্ব। তাঁর হাতে থাকা সংবিধান, ভগবান শিব, হজরত মহম্মদ, যিশু খ্রিষ্ট এবং গুরু নানকের ছবি একের পর এক তুলে ধরেন রাহুল গান্ধী। তবে প্রত্যেকবার তাঁর দিক থেকে সংসদ টিভির ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে আপত্তি জানানোয় এক মূহুর্তের জন্য রাহুল গান্ধীকে ভগবান শিবের ছবি হাতে দেখানো হয়। তিনি বলেন, ‘‌ভগবান শিবের ছবি লক্ষ্য করলে দেখা যাবে, হিন্দুরা কখনও ভয় পাওয়া বা ভয় দেখানোয় বিশ্বাসী নয়। একইসঙ্গে ঘৃণা ছড়ানোতেও বিশ্বাসী নয় হিন্দু সমাজ। যদিও বিজেপি সবসময়েই সমাজে ঘৃণা এবং ভীতি ছড়ায়।’‌ নিজের বক্তব্যে একাধিকবার ট্রেজারি বেঞ্চকে লক্ষ্য করে রাহুল গান্ধী বলতে থাকেন, ভয় পাবেন না, ভীতি ছড়াবেন না। প্রত্যেক মহাপুরুষ এবং দেবতারা সমাজে অহিংসা এবং ভালবাসার বার্তা দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। রাহুল গান্ধীর কথায়, ‘‌কংগ্রেসের প্রতীক অভয় মুদ্রা। এটা সুরক্ষার প্রতীক, যার ফলে ভীতি দূর হয় এবং হিন্দু, বৌদ্ধ, ইসলাম, শিখ সহ অন্যান্য ভারতীয় ধর্মে ঐশ্বরিক সুরক্ষা প্রদান করে।’‌ ট্রেজারি বেঞ্চের তরফে লাগাতার বাধা দেওয়া হলেও, রাহুলকে দমানো যায়নি। বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর আরও সপ্তমে চড়িয়ে তিনি বলেন, ‘‌আমাদের মহাপুরুষরা অহিংসার পথে চলতে ভীতি দূর করার উপদেশ দিয়েছেন। যদিও যারা সবসময় নিজেদের হিন্দু বলে দাবি করে, তাদের মুখে শুধু ঘৃণা আর হিংসা। আপনারা হিন্দুই নন।’‌ রাহুল গান্ধীর লাগাতার আক্রমণের মুখে নাজেহাল শাসক শিবিরকে চাঙ্গা করতে আসরে নামেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ‘‌সমগ্র হিন্দু সমাজকে হিংসাত্মক বলা হচ্ছে। এটা খুবই গুরুতর অভিযোগ।’‌ যদিও তাঁর পাল্টা রাহুল গান্ধী বলেন, ‘‌প্রধানমন্ত্রী মোদি, বিজেপি এবং সংঘ পরিবার মানেই সমগ্র হিন্দু সমাজ নয়।’‌ প্রধানমন্ত্রীর পরেই অমিত শাহ, রাজনাথ সিং থেকে শুরু করে বিজেপি সাংসদরা জরুরি অবস্থা থেকে শুরু করে নানান বিষয়ে রাহুলের বিরোধিতা করেন। পাশাপাশি বিরোধী দলনেতার ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়। দু’‌পক্ষের প্রবল হট্টগোলের মধ্যে আইন তুলে ধরে ট্রেজারি বেঞ্চের বিরোধিতা করেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। বিজেপি সাংসদদের কটাক্ষ করে তিনি বলেন, ‘‌ইংরাজিতে জ্ঞান কম থাকায় তাঁরা আইন কানুন বোঝানে না।’‌ 




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর

BUDGET: ২৩ জুলাই তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন...

AGARTALA: অদ্ভুতুড়ে কান্ড আগরতলায়, মৃত সন্তান ফের হল জীবিত!...

DETACHED : নাসিক-মুম্বই পঞ্চবটি এক্সপ্রেসে বিপত্তি, খুলে আলাদা হল দুটি বগি...

Assam: ‌অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত অন্তত ৫২

AMARNATH JATRA: ভারী বৃষ্টির জন্য আপাতত স্থগিত অমরনাথ যাত্রা...

Bihar:‌ সেতু ভেঙে পড়ার ঘটনায় ১৬ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল বিহার প্রশাসন ...

EXCLUSIVE: আম্বানিপুত্রের বিয়েতে যোগ দিতে ১০ জুলাই মুম্বই রওনা মমতার ...

LALU : আগস্টেই পড়ে যাবে মোদি সরকার : লালু

SNAKE: বিহারের সন্তোষ কি বিষপুরুষ ?

Tripura: বিশ্বকাপ জয়ের উল্লাসে ত্রিপুরায় প্রাণ গেল আরও ২ যুবকের...

NCERT: পরীক্ষা পে চর্চার প্রচার করবে এনসিইআরটি

Hemant Soren: বৃহস্পতিবারই ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন...

JAIRAM: লোকসভায় জোট হলেও বিভিন্ন রাজ্যের বিধানসভায় একলা লড়বে কংগ্রেস : জয়রাম রমেশ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া