শনিবার ০৬ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

Tripura: ‌ত্রিপুরায় বিজেপি ‘‌একশো–তে একশো'’‌র পথেই, বিরোধী দলের প্রার্থী হলে গলা টিপে মারার হুমকি!‌

Rajat Bose | ০১ জুলাই ২০২৪ ১৮ : ১৭


সমীর ধর, আগরতলা:‌ ত্রিপুরায় তিন স্তরের পঞ্চায়েত ব্যবস্থা এবারও ‘‌সম্পূর্ণ বিরোধী–শূন্য’‌ করার পথে অবাধেই এগোচ্ছে শাসক দল বিজেপি। দলীয়ভাবে আগেই ঘোষণা করা হয়েছে ‘‌এবার একশো–তে একশো’‌। ২০১৯–এর পঞ্চায়েত ভোটে ত্রিস্তরের ৯৬ শতাংশ আসনে ‘‌বিনা প্রতিদ্বন্দ্বিতায়’‌ জয় হাসিল করেছিল বিজেপি। তাই এবার একশো শতাংশই টার্গেট!‌ পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়েছে বলার উপায় নেই। কংগ্রেসের শক্তি ক্ষীণ। নেতাদের মধ্যে মিল নেই। সিপিএম তথা বামেরা তিপ্রা মথা–র মারীচ–মায়াজালে ২০২৩–এ সরকারে ফেরার স্বপ্ন ভাঙার পর প্রধানত বাঁধাধরা কর্মসূচিতেই সীমাবদ্ধ। পেশিশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি বা মনোবল এখনও নেই। লোকসভা ভোটেও তা প্রমাণিত। তাছাড়া এই ভোটে বাম–কংগ্রেস জোট এখনও অস্পষ্ট। তৃণমূল কংগ্রেস শক্তি অনুযায়ী একাই পঞ্চায়েত ভোটে লড়বে বলে ঘোষণা করেছে। রাজ্য সরকারের কাছে ৫ আগস্ট একদিনে ত্রিস্তর পঞ্চায়েতে ভোট করার প্রস্তাব করেছেন রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরি। ব্লক স্তরে বিডিওদের ডাকা সর্বদলীয় বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিরা যোগ দিতেই পারেননি বা তাঁদের যেতে দেওয়া হয়নি। জিরানিয়া, সালেমা, বক্সনগর, কল্যাণপুর, বিশালগড়ে বিরোধীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। ব্লক স্তরে রীতিমতো গাড়ি বাইকের কনভয় নিয়ে ঘুরছেন বিজেপি নেতা কর্মীরা। স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, এঁরা হুমকি দিচ্ছেন, কেউ যেন বিরোধী দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতার চিন্তাও না করে। সে চেষ্টা কেউ করলে তাকে ‘‌গলা টিপে মারা হবে’‌ বলে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এক বিজেপি নেতা ও তাঁর দলবল গাড়ির কনভয় নিয়ে গ্রামের পর গ্রামে প্রকাশ্যে ঘোষণা করে এসেছেন বলে অভিযোগ। বিরোধী দলনেতা জিতেন চৌধুরি রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে বিভিন্ন পত্রিকার এ সম্পর্কিত খবর তুলে ধরে ওই নেতাকে গ্রেপ্তারের দাবি করেছেন। কমিশনারকে তিনি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে নিরপেক্ষ ও স্বাধীন ভূমিকা গ্রহণের পরামর্শ দিয়েছেন। এক সপ্তাহ আগে প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী মানিক দে–র নেতৃত্বে সিপিএমের প্রতিনিধিদল নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে অনলাইন মনোনয়ন দাখিলের সুযোগ এবং বিরোধী প্রার্থীদের নিরাপত্তা চেয়ে এসেছিলেন। কিছু হয়নি এখনও। ত্রিপুরায় মোট ৮টি জেলা পরিষদ, ৩৫টি পঞ্চায়েত সমিতি এবং ৫৮৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সদ্য প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী তিন স্তর পঞ্চায়েতে এবার ভোটার ১২ লাখ ৯৪ হাজার ৬০০। এছাড়া উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় রয়েছে ৫৭০টি ভিলেজ কাউন্সিল। হাইকোর্ট দ্রুত সেগুলোতেও নির্বাচন করার নির্দেশ দেওয়ার পর দু’‌বছরেও নির্বাচন হয়নি। বিজেপি–র জোট শরিক তিপ্রা মথা ওই এডিসি–র ক্ষমতায়। পঞ্চায়েতে তারা আলাদা লড়ার হুমকি দিয়েছিল। পঞ্চায়েতের তিন মাস পরই ভিলেজে ভোট হবে বলে মথা নেতাদের আশ্বস্ত করা হয়েছে।  




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর

BUDGET: ২৩ জুলাই তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন...

AGARTALA: অদ্ভুতুড়ে কান্ড আগরতলায়, মৃত সন্তান ফের হল জীবিত!...

DETACHED : নাসিক-মুম্বই পঞ্চবটি এক্সপ্রেসে বিপত্তি, খুলে আলাদা হল দুটি বগি...

Assam: ‌অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত অন্তত ৫২

AMARNATH JATRA: ভারী বৃষ্টির জন্য আপাতত স্থগিত অমরনাথ যাত্রা...

Bihar:‌ সেতু ভেঙে পড়ার ঘটনায় ১৬ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল বিহার প্রশাসন ...

EXCLUSIVE: আম্বানিপুত্রের বিয়েতে যোগ দিতে ১০ জুলাই মুম্বই রওনা মমতার ...

LALU : আগস্টেই পড়ে যাবে মোদি সরকার : লালু

SNAKE: বিহারের সন্তোষ কি বিষপুরুষ ?

Tripura: বিশ্বকাপ জয়ের উল্লাসে ত্রিপুরায় প্রাণ গেল আরও ২ যুবকের...

NCERT: পরীক্ষা পে চর্চার প্রচার করবে এনসিইআরটি

Hemant Soren: বৃহস্পতিবারই ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন...

JAIRAM: লোকসভায় জোট হলেও বিভিন্ন রাজ্যের বিধানসভায় একলা লড়বে কংগ্রেস : জয়রাম রমেশ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া