মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | India-Netherlands: ৯-০! ডাচদের হারিয়ে অলউইন‌ রেকর্ড নিয়েই সেমিতে নামবে ভারত

Sampurna Chakraborty | ১২ নভেম্বর ২০২৩ ১৬ : ১২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে নয়ে নয়। গ্রুপের সব ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার নজির গড়ল ভারত। দীপাবলির দিন বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারালেন রোহিতরা।‌ বেঙ্গালুরুতে চার, ছয়ের ফুলঝুরি। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৪১০ রান তোলে ভারত। এই ইনিংসে ভারতের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে তিনজনের অর্ধশতরান। দু"জন করলেন শতরান। একদিনের ক্রিকেটের ইতিহাসে কোনও ম্যাচে এই ঘটনা ঘটেনি। ভারতের পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে ৪৭.৫ ওভারে ২৫০ রানে শেষ হয়ে যায় ডাচদের ইনিংস। প্রথম আট ম্যাচে কোনও পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেনি রোহিত শর্মা। পাঁচ বোলারকে দিয়েই বল করান। কিন্তু এদিন ষষ্ঠ বোলারের অভাবে হাত ঘোরাতে দেখা যায় বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদবকে। উইকেটও পান বিরাট। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে আউট করেন ভারতের প্রাক্তন নেতা। নেদারল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের মহড়া সেরে রাখল ভারত। 

বেঙ্গালুরুর মাঠ ছোট। তারওপর ব্যাটিং পিচ। প্রতিপক্ষ কমজোরী নেদারল্যান্ডস। সবদিকেই সোনায় সোহাগা। এই সুযোগ কি ছাড়া যায়! ছাড়েনি ভারতীয় ব্যাটাররা। ঘরের মাঠে চলতি বিশ্বকাপের প্রথম শতরান তুলে নেন কেএল রাহুল। রোহিতের রেকর্ড ভেঙে ভারতীয় ব্যাটার হিসেবে দ্রুততম শতরান। ৬৩ বলে একশো করেছিলেন ভারত অধিনায়ক। রাহুল করলেন ৬২ বলে। ৪টি ছয়, ১১টি চারের সাহায্যে ৬৪ বলে ১০২ রান করে আউট হন। অন্য প্রান্তে দুরন্ত শ্রেয়স আইয়ার।‌ তিনিও সেঞ্চুরি করেন। প্রথম পাঁচ ম্যাচে টানা ব্যর্থতার পর দুরন্ত কামব্যাক মুম্বইকরের। আগের দুই ম্যাচে কাছে গিয়েও হাতছাড়া হয়। এদিন কোনও ভুল করেননি। নিখুঁত ব্যাটিং। ৮৪ বলে শতরান সম্পূর্ণ করেন। ইনিংস শেষে ৯৪ বলে ১২৮ রান শ্রেয়সের। ইনিংস সাজান ৫টি ছয়, ১০টি চারে।

চতুর্থ উইকেটে ২০৮ রান যোগ করে এই জুটি। তবে শুরুটা ছিল রোহিত শর্মা, শুভমন গিলের। দু"জনেই অর্ধশতরান করেন। ছয়ের নতুন নজির গড়েন হিটম্যান। টপকে যান এবি ডি"ভিলিয়ার্সকে। এদিন ৫৯তম ছক্কা হাঁকিয়ে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড করলেন রোহিত। ২০১৫ সালে একদিনের আন্তর্জাতিকে ৫৮টি ছয় মেরেছিলেন ডিভিলিয়ার্স। এদিন ৫৪ বলে ৬১ রান করে আউট হন ভারতের নেতা। ৩২ বলে ৫১ করে শুভমন। তাতে ছিল ৪টি ছয়, ৩টি চার। শুরুটা কিছুটা মন্থর হলেও অর্ধশতরান পান বিরাট কোহলিও। ৫৬ বলে ৫১ করেন। ভারতের টপ ফাইভ ব্যাটারই রান পায়। সাম্প্রতিককালে এরকম হয়েছে বলে মনে পড়ে না। ৫০ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান তোলে ভারত। এবারের বিশ্বকাপে যা সর্বাধিক রোহিতদের। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। 

ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নেদারল্যান্ডস। শুরুতেই ফিরে যান বারেসি। তবে টপ ফোরের বাকি তিনজন শুরুটা খারাপ করেনি। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেনি। ৪৫ করেন সাইব্র্যান্ড এঞ্জেলব্রেচট। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে সফল ডাচ অধিনায়ক এডওয়ার্ডসকে ফেরান কোহলি। ১৭ রান করে আউট হন। ৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে একদিনের ক্রিকেটে প্রথম উইকেট বিরাটের। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে তাঁকে দিয়ে বল করানোর ইঙ্গিত দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তাঁকে মজার ছলে ভয়ঙ্কর ইনসুইঙ্গার বলেন। এদিন বল হাতেও নতুন নজির গড়লেন কোহলি। উইকেট পেয়ে হাসিতে লুটিয়ে পড়েন। সাত নম্বরে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন নিদামানুরু। ছটি ছক্কা হাঁকান। নেদারল্যান্ডের রানকে কিছুটা এগিয়ে নিয়ে যান। অর্ধশতরানও করেন। ৬টি ছয়, ১টি চারের সাহায্যে ৩৯ বলে ৫৪ করে আউট হন। বিরাটের পর একদিনের বিশ্বকাপে উইকেটে হাতেখড়ি হয় রোহিতের। নিজের প্রথম ওভারেই উইকেট পান ভারতের নেতা। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

দেখিয়ে দিলাম আমরা ম্যাচ উপহার দিতে আসিনি, বলেন মহমেডান কোচ...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

একাধিক নজিরের সামনে বিরাট, বাংলাদেশ সিরিজে কোন কোন রেকর্ড ভাঙবেন কিং কোহলি...

সময় নষ্ট নয়, ভারতে এসেই অনুশীলন শুরু করে দিল বাংলাদেশ ...

অনুশীলনে চেন্নাইয়ের পাঁচিল ভেঙে ফেললেন কোহলি! ভাইরাল হল ভিডিও...

বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না গিল? ফিরছেন কবে? ...

রবিবাসরীয় দুপুরে বড় চমক! পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজকে সই করাল মোহনবাগান...

সিএবির অনুষ্ঠানে চাঁদের হাট, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতই ফেভারিট, জানালেন সামি...

চুংনুঙ্গার লালকার্ড, হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বিরাট কোহলি নাকি এমএস ধোনি? প্রিয় ক্রিকেটারের নাম জানালেন প্যারা অলিম্পিকে সোনাজয়ী নভদীপ সিং...

'মুম্বইয়ের লেভেলে এখনও যেতে পারিনি', জেতা ম্যাচ ড্র করে আর কী বললেন বাগান কোচ? ...

আইএসএলেও ডুরান্ড ফাইনালের পুনরাবৃত্তি, উদ্বোধনী ম্যাচে আটকে গেল মোহনবাগান...

রাত পোহালেই মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?...

বাদ কোহলি-ধোনি, সেরা হিসেবে কাকে বেছে নিলেন যুবরাজ?...

রায় খারিজ, শনিবার ফের শুনানি, আনোয়ার জট ক্রমশ জটিল হচ্ছে ...



সোশ্যাল মিডিয়া



11 23