রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

গ্যালারি | তর্পণ করতে গিয়ে রাজ্যের একাধিক জায়গায় জলে ডুবে মৃত্যু

KR | ১৫ অক্টোবর ২০২৩ ০৮ : ১০


আজকাল ওয়েবডেস্ক তর্পণ করতে এসে পানিহাটিতে গঙ্গার জলে তলিয়ে গেলেন এক প্রৌঢ়। জানা গিয়েছে, স্ত্রীকে নিয়ে শেখর মণ্ডল নামে ওই ব্যক্তি এদিন গঙ্গায় গিয়েছিলেন। স্নান করে সিঁড়ি দিয়ে উঠে আসার সময় হঠাৎই তাঁর পা পিছলে যায়। সোজা গঙ্গায় পড়ে যান তিনি। প্রাথমিকভাবে খোঁজ চালানো হলেও ওই ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে ডুবুরি নামিয়ে খোঁজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে খড়দা থানার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। অন্যদিকে, বেলুড়ে মৃত্যু হয়েছে এক মহিলার।
জানা গিয়েছে, এদিন বেলুড়ের নেতাজি নগরের বাসিন্দা সত্যবালা ঘোষ স্নান করতে নামেন গঙ্গায়। সেই সময় গঙ্গায় জোয়ার থাকায় তলিয়ে যান তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। ঘটনার পর কড়া নজরদারি চালানো হচ্ছে গঙ্গার ঘাটগুলিতে। হাওড়া রামকৃষ্ণপুর ঘাট থেকে শুরু করে বালি ব্রিজ সংলগ্ন সমস্ত ঘাটে চলছে পুলিশি নজরদারি। উত্তরপাড়ার বি বি স্ট্রিটে তর্পণ করতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন অন্তত ৭ জন। তাঁদের মধ্যে তিনজনকে চিহ্নিত করা গিয়েছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
:




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 23