শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

গ্যালারি | Kerala: ভারী বৃষ্টিতে কেরলে বন্যা, ভূমিধস, জারি কমলা সতর্কতা

RP | ১৫ অক্টোবর ২০২৩ ০৮ : ১০


আজকাল ওয়েবডেস্ক : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। প্রবল বৃষ্টিতে বন্যা, ভূমিধস সে রাজ্যে। পরিস্থিতি বিচারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, রবিবার তিরুবন্তপুরমের একাধিক জায়গা প্রবল বর্ষণের কারণে জলমগ্ন হয়ে পড়ে। প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু এলাকা। রাস্তা এবং নিচু এলাকাগুলিতে জল জমে রয়েছে এখনও। শহরতলির বেশ কিছু এলাকায় বাড়িতে জল ঢুকে যাওয়ায় সেসব বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বেশকিছু ভিডিওতে দেখা গিয়েছে, বাড়িতে জল জমার সঙ্গেই, রাস্তা ঘাটের গাড়িও জমে যাওয়া জলের তলায়। রাজ্যের শিক্ষামন্ত্রী বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন ইতিমধ্যে। শনিবার থেকে টানা বৃষ্টির কারণেই এই বানভাসি পরিস্থিতি সে রাজ্যে। জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছে। তিরুবন্তপুরমে ১৭টি ট্রেন শিবির খোলা হয়েছে, তাতে এই মুহূর্তে ৫০০ এর বেশি মানুষ রয়েছেন। কেরলের চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। সোমবারের জন্যও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।




বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর



সোশ্যাল মিডিয়া



10 23