বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জুন ২০২৪ ১৬ : ২১[DELETED]Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: তাঁর সৃষ্টি সুরে একসময় মেতে উঠেছিল আসমুদ্রহিমাচল ভারত। এখনও তাঁর তৈরি সব গান শুনে মনকেমন করে শ্রোতাদের। বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ৮৫। তিনি সুরকার রাহুল বর্মণ। এই প্রবাদপ্রতিম সুরকার-গায়কের জন্মবার্ষিকীতে শিল্নাপীদের মনে নানা স্মৃতির ভিড়। আজকাল ডট ইনের সঙ্গে সেসব ভাগ করে নিলেন গায়ক শিবাজী চট্টোপাধ্যায় ও ইন্দ্রাণী সেন।
আর ডি বর্মণ-এর শেষ ছবি '১৯৪২: আ লভ স্টোরি'তে তাঁর নির্দেশনায় 'ইয়ে সফর' গানটি গেয়েছিলেন শিবাজী চট্টোপাধ্যায়। ছবির বাকি গানগুলির মতো সেই গানটিও দারুণ প্রশংসিত হয়েছিল শ্রোতাদের মধ্যে।আজকাল ডট ইন-কে এই গায়ক জানালেন, মানুষ হিসাবে অত্যন্ত সহজ ছিলেন 'পঞ্চমদা'। তাঁর কথায়, "পঞ্চমদার সঙ্গে আলাপ হওয়ার আগে ওঁর ব্যাপারে নানান কথা শুনেছিলাম। কিন্তু আলাপ হওয়ার পর দেখলাম এতটুকুও অহংবোধ ছিল না ওঁর। মুহূর্তের মধ্যে অচেনা মানুষকে আপন করে নিতে পারতেন। ভীষণ আড্ডা মারতে ভালবাসতেন। পাড়ার দাদার মতোই ব্যবহার করতেন আমার সঙ্গে। এক লহমার জন্য বুঝতে দেননি যে তিনি এতবড় একজন জনপ্রিয় শিল্পী"।
সামান্য থেমে শিবাজীবাবু আরও বলেন, "বাঙালি খাবার খেতে ও খাওয়াতে দারুণ ভালবাসতেন পঞ্চমদা। বোম্বেতে ওঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। গিয়েছিলাম। খুব যত্ন করে আপ্যায়ন করেছিলেন। খাইয়েছিলেন। তারপর 'ইয়ে সফর' গানটি নিজে গেয়ে শোনালেন। খানিক বিশদে বোঝালেন"। রেকর্ডিংয়ের সময় কি মেজাজ গরম করতেন রাহুল দেববর্মণ? "একেবারেই না। ভীষণ ঠাণ্ডা মাথায় শিল্পীদের সামলাতেন। রেকর্ডিংয়ের সময় গায়কের উপর চাপ সৃষ্টি করতেন না। চিৎকার করা তো দূরের কথা। ভুল হলে ধমক দিয়ে কথা বলতেন না। সুন্দর করে বুঝিয়ে শিল্পীর থেকে কাজটা বের করে নিতেন"-বক্তব্য শিবাজীবাবুর। গান রেকর্ডিংয়ের সময় আরডি বর্মণের মিউজিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে গায়কের মন্তব্য," সোজাসাপ্টা, নিটোল সুর পছন্দ করতেন পঞ্চমদা। গানের মাঝে মাঝে অকারণে ভায়োলিন, চেলোর ব্যবহার করতেন না। বরং অনেক বেশি পছন্দ করতেন গিটার, পিয়ানো, স্যাক্সোফোনের ব্যবহার"। কথার একেবারে শেষে আফশোসের সুরে এই বর্ষীয়ান গায়ক বললেন, "৯০ দশকের গোড়ায় যখন এই ছবির গান নিয়ে পঞ্চমদার সঙ্গে নানান কথাবার্তা চলতো, বুঝেছিলাম বলিপাড়ার উপর অভিমান জমেছিল ওঁর। এত বড় সুরকার অথচ হাতে তখন কোনও কাজ ছিল না তেমন। ওদিকে মঙ্গেশকর পরিবারের সঙ্গেও তাঁর সম্পর্কটা তখন ভাল যাচ্ছিল না। এরপর তো চলেই গেলেন। বড় তাড়াতাড়ি মারা গেলেন পঞ্চমদা"।
অন্যদিকে, গায়িকা ইন্দ্রাণী সেনও আরডি বর্মণের সঙ্গে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিলেন। জানালেন, জনপ্রিয় সুরকারের সঙ্গে একবার মাত্র দেখা হয়েছিল ওঁর। দুর্গাপূজোর জন্য গান রেকর্ডিংয়ের সময়। "দেখামত্রই হাসিমুখে হাত জোড় করে নিজের নাম বললেন। ওঁর মতো অত বড় এবং জনপ্রিয় একজন শিল্পী নিজের পরিচয় দিচ্ছেন আমাকে... খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। তারপর তো গানের রেকর্ডিং শুরু হল। আমার গানের খুব তারিফ করলেন। খুব উৎসাহ দিয়েছিলেন বাকি শিল্পীদেরও। ভীষণ ভদ্রলোক ছিলেন। যেখানে সংশোধন করা একান্ত প্রয়োজন ছিলে তা করলেন। নিজে পারকাশন বাজিয়ে দেখালেন, বোঝালেন। এত দ্রুত বাজিয়েছিলেন দেখে থ হয়ে গিয়েছিলাম। রেকর্ডিংয়ের শেষে সবাইকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছিলেন। আমাকে সেদিন পঞ্চমদা বলেছিলেন, যদি আমার গানের সঙ্গে ওঁর আগে পরিচয় থাকত, তা হলে বেশ কয়েকটি হিন্দি ছবিতে আমাকে দিয়ে গান গাওয়াতেন। এর কিছুদিন পরে তিনি চলে গেলেন। ওঁর সঙ্গে কাজ করার আর সুযোগ পাইনি। এটা আমার জীবনের খুব বড় আফসোস!"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মন খারাপ পরীমণির, ভিসা পাননি কলকাতায় আসার! 'ফেলুবক্সী' মুক্তির আগে চোখে জল নিয়ে কী বললেন অভিনেত্রী?...
সইফকে মারতে এসেছিলেন কে? প্রকাশ্যে ছবি! দেখে নিন এক্ষুনি...
রক্তাক্ত সইফকে অটোতে চাপিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিল ইব্রাহিম! কেন তিনি নিজেদের গাড়ি ব্যবহার করেননি? ...
ফাঁস হল 'কোয়েল'-এর ষড়যন্ত্র, 'অনির্বাণ'কে কষিয়ে চড় মারল 'রাই'! নতুন মোড় 'মিঠিঝোরা...
সইফ-হামলার তদন্তে বিতর্কিত এনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়েক! কে এই দয়া?...
বলিউডকে বিদায় জানিয়ে টম ক্রুজের নতুন ছবিতে অনুরাগ কাশ্যপ? ...
একেন হাজির হতেই শুরু বিভ্রাট, ‘পুরো পুরী’তেই সিরিয়াল কিলারকে ধরার শুরু অভিযান...
পাঞ্জা লড়ে, ‘ভারত মাতা কী জয়’ স্লোগান তুলে সেনা দিবস পালন সানি-বরুণের!...
একা রণবীরে রক্ষা নেই, ‘ধুম ৪’-এ তাঁর দোসর ভিকি কৌশল? ...
হাসির ফোয়ারা থেকে বুদ্ধিদীপ্ত রসিকতা, গুড়ের মতোই মিষ্টি ‘পাটলিগঞ্জের পুতুলখেলা’...
প্রয়াত জয়দীপ আহলাওয়াতের বাবা, শুনেই 'পাতাল লোক ২'-এর প্রচারের মাঝে কী করলেন অভিনেতা? ...
এক টুকরো সম্পর্কের গল্প বলবেন রজতাভ দত্ত, ভালবাসার মরশুমে কোন ছবি ফুটে উঠবে 'সেলাই'-এ?...
রাম চরণের ‘গেম চেঞ্জার’-এর নির্মাতারা ‘মিথ্যাবাদী’! তোপ রাম গোপাল বর্মার, কিন্তু কেন? ...
‘জওয়ান’-এর পর ফের পুলিশি অবতারে আসছেন শাহরুখ? ‘ইন্সপেক্টর গালিব’ নিয়ে বড় ঘোষণা মধুর ভাণ্ডারকরের...
Breaking: টানটান রহস্যের পর এবার হাসির ফোয়ারা, অয়ন চক্রবর্তীর আগামী ছবিতে অন্য রূপে স্বস্তিকা! ...