মঙ্গলবার ০২ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

MAMATA: হকার উচ্ছেদ আপাতত স্থগিত, ১ মাস সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

Sumit | ২৭ জুন ২০২৪ ১৩ : ৪৭


আজকাল ওয়েবডেস্ক : অবৈধভাবে সরকারি জায়গা দখল হয়ে যাওয়া নিয়ে গত সোমবার রাজ্যের বিভিন্ন পুরসভা ও পুরনিগমের চেয়ারম্যান এবং মেয়রদের বিভিন্ন বিষয়ে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপর থেকেই বেদখল হয়ে যাওয়া জমি দখলমুক্ত করতে তৎপর হয় পুরসভাগুলি। রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয় দখলদার উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার এই বিষয়টি নিয়েই ফের নতুন করে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক, বিভিন্ন দফতরের আমলা, কলকাতার পুলিশ কমিশনার-সহ বিভিন্ন কমিশনারেটের কমিশনার এবং কর্তারা। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
নবান্নের বৈঠকে মমতা বলেন, তাঁর লক্ষ্য হকার উচ্ছেদ নয়। 'পুরো ব্যাপারটার একটা সৌন্দর্য্য বজায় রাখতে হবে। এরপরই হকারদের এক মাস সময় বেঁধে দিলেন মমতা। তিনি বলেন, ‘হকারদের আমি এক মাস সময় দিচ্ছি। এর মধ্যে সব গোছাতে শুরু করুন। রাস্তা পরিষ্কার রাখতে হবে। আমাদের সার্ভে চালু থাকবে। আপনাদের কোথায় জায়গা দেওয়া যায়, তা সরকার দেখবে। গোডাউনের ব্যবস্থাও করবে। কিন্তু রাস্তা দখল করা যাবে না।’
হকার প্রবণ জোনে প্রকৃত দরিদ্র হকার চিহ্নিত করবে ৫ সদস্যের টিম। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, মলয় ঘটক, কলকাতার সিপিকে নিয়ে তৈরী হবে এই টিম। বিভিন্ন জোনে ঘুরে এই টিম মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘'এই ধরনের রাস্তা দখলের জন্য দায়ী রাজনৈতিক নেতা এবং পুলিশই। কাউন্সিলরদের প্রথম থেকেই এটা দেখা উচিত। কিন্তু তাঁরা দেখেও দেখছেন না। পুলিশেরা, হকার নেতারা গরীব হকারদের কাছ থেকে টাকা আদায় করছেন। করবেন না। আমি বলব, আপনারা লোভ সংবরণ করুন। জীবনধারণের জন্য যেটুকু দরকার সেটুকুতেই সন্তুষ্ট থাকুন। কিন্তু তা হচ্ছে না। এলাকার নেতারা প্রথমে ডালা নিয়ে বসিয়ে দিচ্ছে, তার পরে আর সরানো যাচ্ছে না। নিজেরাই বসাবেন, তারপরে বুলডোজ়ার চালাবেন, তা হবে না।’
মমতা আরও বলেন, ‘কারোকে বেকার করার অধিকার আমাদের নেই। দ্রুত বিকল্প ব্যবস্থা করতে হবে। আমি চাই না কারও ব্যবসা বন্ধ হোক। বেশি সময় দেওয়া যাবে না। হকারদের দোষ দিয়ে কী লাভ, দোষ তো আমাদেরই। আমরা নিউ মার্কেট এলাকায় একটা বিল্ডিং বানিয়ে দিচ্ছি না কেন? যেখানে ওরা বসবে। এটা আমাদেরই করতে হবে। হকাররা সেখানে থাকবেন।’
নবান্নের বৈঠক থেকে এদিন পুলিশকে দোষারোপ করেন মমতা। তিনি বলেন, ‘পুলিশের লোভ বেড়ে গিয়েছে আজকাল। তারা গরিব হকারদের থেকে চাঁদা নিচ্ছে। মনে রাখবেন আমার দল টাকা চায় না। আমি আগেও বলেছি। এখনও বলছি। দরকার হলে মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করব। তাই যে পুলিশকে ইন্ধন দিতে দেখা যাবে, তাকে সঙ্গে সঙ্গে সরানো হবে। কাউকে ছাড়বো না।’
যে এলাকায় বেআইনি দখল হবে, সেখানকার কাউন্সিলরদের গ্রেফতার করা হবে বলে এদিন হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যত বড়ই নেতা হোক তাঁকে ছাড়া হবে না। তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন, ভাল কাজ হলে পুরস্কৃতও করবেন তিনি।




বিশেষ খবর

নানান খবর

International Sports Journalists Day 2024 #internationalsportsjournalistday #sportsjournalist #Journalistsday2024

নানান খবর

Kolkata: ফের কলকাতায় চোর সন্দেহে যুবককে গণপিটুনি

ALAPAN: 'পিটিয়ে খুন': পরিবারের একজনকে চাকরি ও ২ লক্ষ টাকা দেবে রাজ্য ...

HC: সিবিআইয়ের কাছে প্রাথমিকের ওএমআর শিটের তথ্য চাইল হাই কোর্ট...

Arabul Islam: ‌‌জামিন পেলেন আরাবুল

Fire: ‌মাঠপুকুরে রাসায়নিকের কারখানায় আগুন

Exclusive: ‌বিরোধী কন্ঠ রোধ করার আইন, বলছেন বিশিষ্ট আইনজীবীরা...

Calcutta National Medical College: ন্যাশনাল মেডিক্যাল কলেজে ধুন্ধুমার, রোগীর পরিজনকে বেধড়ক মার সিভিক ভলেন্টিয়ারের...

Van Mahotsav: যোধপুর পার্ক গার্লস স্কুলে পালিত হল বন মহোৎসব ...

Book Fair: বইমেলা এবার ক্লাবে

ভোট মিটতেই বাংলায় বাড়ল পেট্রোল, ডিজেলের দাম ...

শ্লীলতাহানির তদন্তে থাকা অফিসারের অপসারণ চান রাজ্যপাল, চিঠি কেন্দ্রকে...

জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস পালন...

Bus fare : ভাড়া বৃদ্ধির দাবিতে চিঠি দিল বাস মালিক সংগঠন...

Tmc : মহিলা ভোটার বাড়াতে পথে তৃণমূল

Snu : ইন্সুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে মৌ স্বাক্ষর এসএনইউ-র ...

সোশ্যাল মিডিয়া