শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৫ জুন ২০২৪ ০২ : ৫৭Sampurna Chakraborty
জার্মানি - ৫ (উইর্টজ, মুসিয়ালা, হ্যাভার্টজ-পেনাল্টি, ফুলক্রুগ, ক্যান)
স্কটল্যান্ড - ১ (রুডিগার - আত্মঘাতী)
আজকাল ওয়েবডেস্ক: স্কটল্যান্ড ইয়ার্ডে জার্মান দস্যু হানা। ইউরোর উদ্বোধনী ম্যাচে জার্মানির আধিক্য। ঘরের মাঠে গোলা বারুদে ঠাসা ফুটবল। শুক্রবার রাতে আলিয়াঞ্জ এরিনায় স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিল জার্মানি। প্রথমার্ধেই শেষ ম্যাচ। বাকিটা নিয়মরক্ষার। শেষ কবে জার্মানিকে এইভাবে জ্বলে উঠতে দেখা গিয়েছে মনে করা দুস্কর। শেষ তিনটে বড় টুর্নামেন্টে ব্যর্থতার পর একশো গজে ফিরল জার্মান মেশিনারি। হিটলারের দেশের ফুটবলারদের থেকে যে ধরনের ফুটবল দেখতে আমরা অভ্যস্থ। প্রথম মিনিট থেকেই হাই-প্রেসিং ফুটবল। যার মূলে টনি ক্রুস। সঙ্গে দুই তরুণ ফ্লোরিয়ান উইর্টজ এবং জামাল মুসিয়ালা। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে একেবারে পারফেক্ট স্টার্ট জার্মানির। প্রথমার্ধ ঘটনাবহুল। তিনটে গোল। তারমধ্যে একটি পেনাল্টি। একটি লালকার্ড। প্রথম ৪৫ মিনিটে দু'বার 'ভার'এর শরণাপন্ন রেফারি। উদ্বোধনী মঞ্চে এর থেকে উল্লেখযোগ্য শুরু আর কী হতে পারে! ২০২১ সালের পর এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে এক ম্যাচে তিন গোল জার্মানির। যার প্রথম দুটো ১৯ মিনিটের মধ্যে। একটি পেনাল্টির আবেদন বাতিল না হলে গোল সংখ্যা আরও বাড়তে পারত। তবে দীর্ঘদিন পর জার্মানদের প্রাণবন্ত এবং গতিশীল ফুটবলের সাক্ষী। ইউরোর ইতিহাসে জার্মানির সবচেয়ে বড় জয়। তাঁদের ক্ষিপ্রতায় আত্মসমর্পণ স্কটিশদের। উদ্বোধনী মঞ্চেই হুঙ্কার জার্মানদের।
জার্মানির ধ্বংসলীলার শুরুটা ম্যাচের ১০ মিনিটে। ক্রুসের থেকে বল পান কিমিচ। বক্সের মাথায় উইর্টজকে লক্ষ্য করে স্কোয়ার পাস বাড়ান। চলন্ত বলেই শট জার্মান স্ট্রাইকারের। বল স্কটল্যান্ডের গোলকিপার গানের হাতে লেগে পোস্ট ছুঁয়ে গোলে ঢুকে যায়। রেকর্ড বুকে নাম তুলে ফেলেন উইর্টজ। ইউরো কাপের উদ্বোধনী ম্যাচে সর্বকনিষ্ঠ গোলদাতার নজির গড়লেন। তার ৯ মিনিটের মধ্যে আবার গোল। ম্যাচের ১৯ মিনিটে ২-০ করেন মুসিয়ালা। হ্যাভার্টজকে লক্ষ্য করে থ্রু বাড়ান গুন্ডোগান। তাঁর থেকে বল পেয়ে ডান পায়ের শটে টপ নেট ফিনিশ। আরও একটি রেকর্ড। ইউরোর ইতিহাসে প্রথমবার একটি দলের জার্সিতে এক ম্যাচে ২১ বছর বা আরও কম বয়সের দুই ফুটবলার গোল করল। ম্যাচের ২৫ মিনিটে মুসিয়ালাকে ফাউল করেন ক্রিস্টি। পেনাল্টি দেন রেফারি। স্কটল্যান্ডের ফুটবলাররা প্রতিবাদ জানানোয় 'ভার' এর সাহায্য নেন রেফারি। দেখা যায়, বক্সের বাইরে তাঁকে ফাউল করা হয়েছে। পেনাল্টির সিদ্ধান্ত বদলে ফ্রিকিক দেন। সেই যাত্রায় বেঁচে যায় স্কটল্যান্ড। কিন্তু শেষমেষ জার্মানদের গতিশীল এবং ফ্রি ফ্লোয়িং ফুটবলের কাছে আত্মসমর্পণ স্কটিশদের। ৩২ মিনিটে হ্যাভার্টজের থেকে বল পেয়ে জালে রাখেন মুসিয়ালা। কিন্তু তার আগেই হ্যান্ডবলের জন্য বাঁশি বাজিয়ে দেন রেফারি। ম্যাচের ৪২ মিনিটে আবার গোলের সুযোগ পেয়েছিল জার্মানি। কিন্তু তেকাঠিতে রাখতে পারেনি ক্রুস। তবে ব্যবধান বাড়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তার এক মিনিটের মধ্যে গুন্ডোগানকে বক্সের মধ্যে বিপজ্জনক ফাউল করেন পোর্টিয়াস। 'ভার'এর সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সরাসরি লালকার্ড দেখানো হয় পোর্টিয়াসকে। বিরতির ঠিক আগেই স্কটল্যান্ড দশজনে হয়ে যায়। ৪৫+১ মিনিটে পেনাল্টি থেকে ৩-০ করেন কাই হ্যাভার্টজ। প্রথমার্ধ পুরোপুরি একপেশে। বিরতির পরও তাই। দ্বিতীয়ার্ধে জোড়া গোল। দুই তরুণ স্ট্রাইকারকে সামনে রেখে দল সাজিয়েছিলেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান। বিরতির পরও দাপট অব্যাহত। ম্যাচের ৬৩ মিনিটে দুই গোলদাতাকে তুলে নেন ৩৬ বছরের কোচ। নামার পাঁচ মিনিটের মধ্যে স্কোরশিটে নাম তোলেন ফুলক্রুগ। ৬৮ মিনিটে ৪-০ তে এগিয়ে যায় জার্মানি। ম্যাচের ৭৬ মিনিটে মুলারের ক্রস থেকে নিজের এবং দলের গোল ব্যবধান বাড়ান সুপার সাব। কিন্তু অফসাইডের জন্য গোল বাতিল হয়ে যায়। যদিও ম্যাচের অতিরিক্ত সময় (৯০+৩) দলের হয়ে পঞ্চম গোলটি করেন এমরে ক্যান। জার্মানদের দাপুটে ফুটবলে একটিই নেতিবাচক দিক ম্যাচের ৮৭ মিনিটে রুডিগারের আত্মঘাতী গোল। এই একটি মুহূর্ত ছাড়া ফাইভ স্টার পারফরম্যান্স। দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিল নাগেলসম্যানের দল। তবে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা সুযোগ নষ্ট না হলে ব্যবধান আরও বাড়তে পারত।
আন্তর্জাতিক মঞ্চে শেষ ১২ ম্যাচে ক্লিনশিট রাখতে পারেনি জার্মানি। বিশ্বকাপ এবং ইউরোয় শেষ এক ডজন ম্যাচে অন্তত একটি গোল হজম করেছে জার্মানরা। এদিনও সেই রেকর্ড অব্যাহত থাকল। ম্যাচের শেষদিকে আত্মঘাতী গোল করে বসেন রুডিগার। এই নিয়ে চতুর্থবার এককভাবে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক দেশ জার্মানি। এর আগে ১৯৭৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তাঁরা। ১৯৮৮ ইউরোতে সেমি ফাইনালিস্ট। ২০০৬ বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করে। এটা জার্মানির ১৪তম ইউরো কাপ। যা অন্যান্য দেশের থেকে বেশি। তারমধ্যে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। যৌথভাবে এই রেকর্ড রয়েছে স্পেনেরও। এর আগে মোট ১৩ বার স্কটল্যান্ডের সঙ্গে সাক্ষাৎ হয় জার্মানির। তারমধ্যে মাত্র একবার জিতেছিল স্কটরা। ১৯৯৯ এপ্রিলে যেতে স্কটল্যান্ড। এত বড় মঞ্চে এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হয় দুই দেশ। আগের দু'বারই জিতেছিল জার্মানরা। ১৯৮৬ বিশ্বকাপ এবং ১৯৯২ ইউরোতে জেতে তাঁরা। এবার হ্যাটট্রিক হল। একপেশে ফুটবলে খড়কুটোর মতো উড়িয়ে দেয় স্কটিশদের।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
‘একসময় ভয় লাগছিল’, দ্বিতীয় দিনের শেষে বিরাটের ব্যাটিং নিয়ে মুখ খুললেন স্মিথ...
ড্রেসিংরুমে না গিয়েই অস্ট্রেলিয়ান সমর্থকদের সঙ্গে বচসা বিরাটের, বক্সিং ডে টেস্ট ঘিরে ক্রমশ বাড়ছে বিতর্ক...
কোহলিকে ঘিরে এবার ভাগ হয়ে গেল মেলবোর্ন, উত্তাপ বাড়ছে সমর্থকদের মধ্যে...
ইপিএলে শীর্ষেই লিভারপুল, হেরে চাপ বাড়ল চেলসির...
একটা রান আউটই শেষ করে দিল ছন্দ, মেলবোর্ন টেস্টে তীব্র চাপে ভারত ...
আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...
তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...
কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...
বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...
অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...
'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...
বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...
মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...
'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...
সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?...