SNU

মঙ্গলবার ২৫ জুন ২০২৪

সম্পূর্ণ খবর

POLICE: মুর্শিদাবাদে সোনার দোকানে ডাকাতি রুখতে সতর্ক পুলিশ #দক্ষিণবঙ্গ

Sumit | ১৪ জুন ২০২৪ ১৬ : ০২


আজকাল ওয়েবডেস্ক : গত কয়েকদিনে রাজ্যের দুই প্রান্ত-ডোমজুড় এবং রানীগঞ্জে প্রকাশ্য দিবালোকে বন্দুক উঁচিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনার পর নড়েচড়ে বসল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সমস্ত থানার আধিকারিকেরা। ইতিমধ্যেই পুলিশ সুপারের তরফ থেকে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকার সমস্ত সোনার দোকানের মালিকদেরকে নিয়ে বৈঠক করার জন্য। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন," সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যা যা করার দরকার আমরা করছি। ইতিমধ্যেই কয়েকটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা এলাকার সোনার দোকানের মালিকদেরকে নিয়ে 'রিভিউ' বৈঠক করেছেন এবং সেই বৈঠকের ফলাফল পর্যালোচনা করে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে থানাগুলিতে এই বৈঠক এখনও বাকি রয়েছে দুই একদিনের মধ্যে সেখানেও বৈঠক করা হবে।" 
প্রসঙ্গত উল্লেখ্য জঙ্গিপুর পুলিশ জেলার একটি বড় অংশের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। অন্যদিকে কয়েকটি থানা আবার ঝাড়খন্ড-বিহার এবং বীরভূম সীমান্ত লাগোয়া। ফলে এই জেলায় কোনও অপরাধ করলে দুষ্কৃতীরা খুব সহজেই ভিন রাজ্য, জেলা বা এমনকি বিদেশেও পালিয়ে যেতে পারে। তাই রাজ্যে দুটি বড় ডাকাতির ঘটনার পর ইতিমধ্যে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। 
শুক্রবার সকালে সাগরদিঘি থানায় ভারপ্রাপ্ত আধিকারিক ওই থানা এলাকার সমস্ত দোকান মালিকদেরকে নিয়ে একটি বৈঠক করেন। পুলিশ সূত্রে খবর, বৈঠকে সমস্ত সোনার দোকান মালিককে বলা হয়েছে নিজেদের দোকান ঘরের দেওয়াল, দরজা এবং তালা যাতে মজবুত থাকে সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি সমস্ত দোকানদারকেই নিজেদের দোকানে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য বলা হয়েছে। 
সাগরদিঘি বাজার এলাকায় ইতিমধ্যে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সাদা পোশাকে পুলিশ কর্মীরা নিয়মিত মোটরসাইকেল করে এলাকায় টহলদারি চালাচ্ছেন। প্রত্যন্ত গ্রামীণ এলাকার সোনার দোকানের ব্যবসায়ীদেরকে নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যেখানে তারা যে কোনও সমস্যার কথা সরাসরি পুলিশ আধিকারিকদেরকে জানাতে পারবেন। বৃহস্পতিবার বিকেলে ফরাক্কা থানাতে এলাকার সোনার দোকানের মালিকদেরকে নিয়ে বৈঠক করেছেন সেখানকার ভারপ্রাপ্ত আধিকারিক। ফরাক্কা থানা সূত্রে খবর, ওই থানা এলাকায় মোট ৪১ টি সোনার দোকান রয়েছে। সমস্ত সোনার দোকান মালিককে বলা হয়েছে নিজেদের প্রতিঠানে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা লাগাতে। এর পাশাপাশি মাস্ক ,হেলমেট পরে কেউ যাতে সোনার দোকানে প্রবেশ না করেন সেদিকেও মালিকদেরকে নজর রাখার জন্য বলা হয়েছে।






বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর

Agartala: ‌বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হাতির

Murshdabad: ‌‌মুর্শিদাবাদে বোমাবাজি, গ্রেপ্তার আট

Murshidaabad: 'ফরাক্কা-গঙ্গা জলবন্টন চুক্তি' বাতিলের দাবিতে মুর্শিদাবাদে আন্দোলনের প্রস্তুতি তৃণমূলের ...

শান্ত গলায় গোয়েন্দাদের উত্তর হবিবুল্লার,ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হচ্ছে তার ল্যাপটপ...

আমন্ত্রণ পেলেও শপথ নিতে রাজভবনে যাচ্ছেন না সায়ন্তিকা...

গঙ্গা চুক্তি পুনর্নবীকরণ সিদ্ধান্তের কঠোর সমালোচনা তৃণমূলের ...

Kharagpur: বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হোমিওপ্যাথি ডাক্তারের ...

হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দলের ব্লক সভাপতির ...

Weather Update: দক্ষিণবঙ্গ জুড়ে গুমোট গরম, আগামী সপ্তাহে ভারি বৃষ্টির সম্ভাবনা...

কাঁকসায় গ্রেপ্তার জঙ্গি সংগঠনের পান্ডা, ইউএপিএ ধারায় মামলা রুজু ...

Fire: হাওড়ায় মালগাড়ির ইঞ্জিনে আগুন

Weather Update: ভারি বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কমলেও গুমোট গরম চলবেই ...

Utsashree: 'উৎসশ্রী' পোর্টাল চালু করার দাবিতে ডেপুটেশন শিক্ষক সংগঠনের, ক্ষোভ রাজ্যজুড়ে ...

ARREST : এলাকা দখলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সুতিতে ব্যাপক বোমাবাজি, গ্রেপ্তার ১০ ...

সোশ্যাল মিডিয়া



SNU