মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | India-Pakistan: ১৫-২০ রান কম ছিল, হার না মানা মনোভাবেই প্রত্যাবর্তন, দাবি রোহিতের

Sampurna Chakraborty | ১০ জুন ২০২৪ ০২ : ৩১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: অবিশ্বাস্য জয়ের পর হাফ ছেড়ে বেঁচেছেন রোহিত শর্মা। ভারতের ব্যাটিংয়ের পর মনে হয়েছিল ম্যাচটা হাত থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু যশপ্রীত বুমরার ম্যাজিকে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। অল্প রান ডিফেন্ড করতে নেমে প্রথমদিকে উইকেট না তুলতে পারল জেতা কঠিন। কিন্তু এদিন শুরুটা খারাপ করেও মাঝপথে ফিরে আসে টিম ইন্ডিয়া। হার না মানা মনোভাবই তাঁর প্রধান কারণ বলে মনে করেন রোহিত। পাশাপাশি মেনে নিলেন যশপ্রীত বুমরার কৃতিত্ব। তাঁকে বিশ্বকাপের শেষ ম্যাচ পর্যন্ত একই ছন্দে চান ভারত অধিনায়ক। রোহিত বলেন, 'দলের মধ্যে হার না মানার মনোভাব রয়েছে। বোর্ডে মাত্র ১১৯ রান নিয়ে নেমে শুরুতে উইকেট তুলে নিতে চেয়েছিলাম। কিন্তু আমরা পারিনি। পাকিস্তানের ইনিংসের মাঝপথে আমরা নিজেদের মধ্যেই বলাবলি করি, যদি ইনিংসের মাঝে আমাদের এতগুলো উইকেট পড়তে পারে, তাহলে ওদেরও সেটা হতে পারে। সবার ছোট ছোট অবদান পার্থক্য গড়ে দেয়। যার হাতেই বল থাকুক, সেই পার্থক্য গড়ে দিতে চায়। বুমরা দিনদিন আরও শক্তিশালী হয়ে উঠছে। আমি ওকে নিয়ে খুব বেশি কথা বলব না। বিশ্বকাপের শেষ ম্যাচ পর্যন্ত চাইব ও এইভাবেই বল করুক। ও বল হাতে অসাধারণ।

ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও আয়ারল্যান্ড ম্যাচের থেকে যে রবিবারের পিচ ভাল ছিল, মেনে নেন রোহিত। জানান, এই উইকেটে ১৪০ রান তাঁদের টার্গেট ছিল। কিন্তু ব্যাটাররা খেলতে পারেনি। পার্টনারশিপ না গড়ে ওঠাকেই ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে দেখছেন। রোহিত বলেন, 'আমরা ভাল ব্যাট করতে পারিনি। ১০ ওভারের শেষে আমরা ভাল জায়গায় ছিলাম। এই জায়গায় পার্টনারশিপ গড়ে তোলা উচিত। সেটাই স্বাভাবিক। আমাদের ১৫-২০ রান কম হয়েছিল। টি-২০ তে প্রত্যেক রান পার্থক্য গড়ে দিতে পারে। আমরা ১৪০ রানের টার্গেট নিয়েছিলাম। তবে বোলাররা ভাল বল করেছে। আয়ারল্যান্ড ম্যাচের থেকে এদিনের পিচ ভাল ছিল।'

নিউইয়র্কের সমর্থকদের প্রশংসা শোনা যায় রোহিতের মুখে। শেষমেষ তাঁদের খুশি করতে পেরে সন্তুষ্ট ভারতের নেতা। রোহিত বলেন, 'দর্শকরা অসাধারণ ছিল। ওরা কখনও আমাদের হতাশ করে না। বিশ্বের যে প্রান্তেই আমার খেলি না কেন, আমাদের সাপোর্ট করতে সমর্থকের দল ঠিক পৌঁছে যায়। হাসিমুখে ওরা বাড়ি ফিরতে পারবে।' জোড়া জয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে গ্রুপে একনম্বর স্থান দখল করেছে ভারত। তবে এখনই এই নিয়ে কিছু ভাবতে চান না রোহিত। জানান, সবে শুরু। এখনও অনেকটা পথ বাকি আছে। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন নাসিম শাহ। দুর্দান্ত বল করা সত্ত্বেও দলকে জেতাতে পারলেন না। পাক পেসারকে সান্ত্বনা দিতে দেখা যায় রোহিত, হার্দিকদের।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

দেখিয়ে দিলাম আমরা ম্যাচ উপহার দিতে আসিনি, বলেন মহমেডান কোচ...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

একাধিক নজিরের সামনে বিরাট, বাংলাদেশ সিরিজে কোন কোন রেকর্ড ভাঙবেন কিং কোহলি...

সময় নষ্ট নয়, ভারতে এসেই অনুশীলন শুরু করে দিল বাংলাদেশ ...

অনুশীলনে চেন্নাইয়ের পাঁচিল ভেঙে ফেললেন কোহলি! ভাইরাল হল ভিডিও...

বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না গিল? ফিরছেন কবে? ...

রবিবাসরীয় দুপুরে বড় চমক! পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজকে সই করাল মোহনবাগান...

সিএবির অনুষ্ঠানে চাঁদের হাট, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতই ফেভারিট, জানালেন সামি...

চুংনুঙ্গার লালকার্ড, হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বিরাট কোহলি নাকি এমএস ধোনি? প্রিয় ক্রিকেটারের নাম জানালেন প্যারা অলিম্পিকে সোনাজয়ী নভদীপ সিং...

'মুম্বইয়ের লেভেলে এখনও যেতে পারিনি', জেতা ম্যাচ ড্র করে আর কী বললেন বাগান কোচ? ...

আইএসএলেও ডুরান্ড ফাইনালের পুনরাবৃত্তি, উদ্বোধনী ম্যাচে আটকে গেল মোহনবাগান...

রাত পোহালেই মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?...

বাদ কোহলি-ধোনি, সেরা হিসেবে কাকে বেছে নিলেন যুবরাজ?...

রায় খারিজ, শনিবার ফের শুনানি, আনোয়ার জট ক্রমশ জটিল হচ্ছে ...



সোশ্যাল মিডিয়া



06 24