মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | Modi Cabinet: বাংলার ভাগ্যে মাত্র ২ রাষ্ট্রমন্ত্রী

Riya Patra | ০৯ জুন ২০২৪ ২১ : ৫৩Riya Patra



বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: মাত্র ২টি রাষ্ট্রমন্ত্রী পেল বাংলা। তৃতীয় এনডিএ সরকারে মন্ত্রী পদে শপথগ্রহণ করলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার এবং বিদায়ী মন্ত্রিসভার সদস্য শান্তনু ঠাকুর। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির পাশাপাশি বালুরঘাটের সাংসদ এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। আজ সকালে হবু মন্ত্রীদের সকাল ১১টায় চা চক্রে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বাংলার এই দু সাংসদকে দেখা যায়। এই প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হলেন সুকান্ত মজুমদার।

দিল্লিতে সংবাদমাধ্যমে সুকান্ত মজুমদার জানিয়েছেন, 'দল যখন যে দায়িত্ব দেবে, সেই দায়িত্বই পালন করব। রাজ্যসভাপতি থেকে শুরু করে বিভিন্ন সময়ে নানান সাংগঠনিক দায়িত্ব পেয়েছি, সেগুলি পালন করেছি। এখন রাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে, সেই দায়িত্বও পালন করব।' কেন্দ্রীয় মন্ত্রিসভায় সামিল হওয়ার কারণে দলের রাজ্যসভাপতি পদ ছাড়তে হবে সুকান্তকে। এই বিষয়ে নিজস্ব পছন্দের কথা জিজ্ঞেস করায় তিনি বলেন, 'দল দায়িত্ব দিলে ওয়ারটালু থেকেও লড়তে হবে আবার পলাশি থেকেও লড়তে হবে। এখানে ব্যক্তিগত ইচ্ছার কোনও ব্যাপার নেই।' ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে রাজ্যসভাপতির পদকে গুরুত্ব দিতে হবে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় আগামী ২ থেকে তিনমাসের মধ্যে রাজ্য সভাপতি পদে বদল আনা হবে বলে বিজেপি সূত্রের দাবি। তাঁকে ফোন করে সকাল সাড়ে ১১টায় পৌঁছানোর নির্দেশ দিয়েছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে, ফের একবার মন্ত্রী হওয়া শান্তনু ঠাকুর জানান, বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন, তাঁদের পরিস্থিতি খুবই খারাপ। কারণ, তাঁরা নিজেদের বিষয়, সম্পত্তি ফল ওপারে রেখে ভারতে এসেছেন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একসঙ্গে তাঁদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, 'সেই প্রক্রিয়ার জন্য আমি সব পক্ষের সঙ্গে কথা বলব।' তিনি জানান, এনআরসি কোনও ব্যাপার নয়। ক্যা বা নাগরিকত্ব সংশোধন আইন মূল বলে জানিয়েছেন শান্তনু ঠাকুর। তাঁর কথায়, 'নিপীড়িত এবং প্রতারিত মানুষ তাঁদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই দায়িত্ব পালন করেছে কেন্দ্র।' ২০১৯ সালে বাংলা থেকে ১৮টি আসনে জিতলেও কোনও পূর্ণ মন্ত্রী করেনি বিজেপি নেতৃত্ব। এবারও সেই পথে হাঁটল তৃতীয় এনডিএ সরকার। সে প্রসঙ্গে অবশ্য শান্তনু বলেন, 'এটা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত।' তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন কটাক্ষ করে বলেন, 'বাংলা থেকে দুজন সাংসদকে হাপ প্যান্ট মন্ত্রী করা হয়েছে।'

রবিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দেশের হবু মন্ত্রীদের সঙ্গে চা-চক্রে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। সরকার গঠনের প্রথম ১০০ দিনের কাজ নিয়ে তিনি নতুন মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন বলে সূত্রের খবর। পাশাপাশি অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তিনি।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

পাকিস্তান হল বিষফোঁড়া, অপারেশন দরকার, আক্রমণে যোগী আদিত্যনাথ...

গভীর নিম্নচাপের দাপট অব্যাহত, চলতি সপ্তাহেও ভারি বৃষ্টিতে তছনছ হবে একাধিক রাজ্য, রইল বড় আপডেট...

সোমবারেই বৈঠকে কেজরিওয়াল-সিসোদিয়া, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? ঠিক হয়ে যেতে পারে আজই...

পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, ফের বাড়ছে ডিএ, কত শতাংশ? ...

পুজোর মুখে সোনার দামে চমক, আজ কিনতে গেলে কত টাকা গুনতে হবে? ...

পরিকাঠামো উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ত্রিপুরার সরকারের...

দিল্লি পছন্দ করে না জম্মু কাশ্মীরকে, ভোটের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য ফারুক আবদুল্লাহর...

রাহুল গান্ধী সন্ত্রাসবাদী! বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর...

কেরালায় ফের হানা নিপা ভাইরাসের, একজনের মৃত্যুতে ঘরবন্দি করা হল ১৫১ জনকে...

নতুন সিম কার্ড নিতে চান, দেখে নিন নতুন কিছু নিয়ম ...

হেনস্থার অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার মহিলা, পুলিশের কীর্তি জানলে চমকে যাবেন ...

উৎসবের আবহে ত্রিপুরায় উদ্ধার ১১ কোটি টাকার নেশার সামগ্রী, আটক এক মহিলা সহ দুই পুরুষ ...

বালিকাকে অপহরণ করে খোলা মাঠে যৌন নির্যাতন, ভিডিও করে ছড়িয়ে দিল সমাজমাধ্যমে ...

গিরগিটি মেশানো মিড ডে মিল খেয়ে অসুস্থ অসংখ্য পড়ুয়া, হাসপাতালে ভর্তি ৬৫...

ছত্তিশগড়ে ফের বন্দেভারতে পাথর, গ্রেপ্তার করা হল পাঁচজনকে...



সোশ্যাল মিডিয়া



06 24