শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৯ জুন ২০২৪ ১৫ : ৪১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজের এক অধ্যাপক নিজের পৈতৃক জমি মাপতে গেলে তাঁকে বাধা দেওয়া, মারধর এবং পুলিশকে মারধর করার ঘটনায় রবিবার রঘুনাথগঞ্জ থানার পুলিশ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে প্রসাদপুর-দাসপাড়া মোড় এলাকায়। ওই অধ্যাপককে বাঁচাতে গিয়ে রঘুনাথগঞ্জ থানার একজন সাব-ইন্সপেক্টর সহ তিনজন পুলিশ কর্মীও আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গিপুর কলেজের ভূগোলের অধ্যাপক ফারাকুল ইসলামের প্রায় সাড়ে ৯ বিঘা কৃষি জমি কিছু জমি মাফিয়া জোর করে দখল করার চেষ্টা করেছিল। রবিবার সকালে পুলিশি নিরাপত্তা নিয়ে ওই অধ্যাপক নিজের পৈতৃক জমি মাপতে যান। অভিযোগ সেই সময় স্থানীয় জমি মাফিয়া তৌসিফ আহমেদ, ইলিয়াস শেখ,কালু শেখ সহ আরও কয়েকজনের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন দুষ্কৃতী ওই অধ্যাপকের উপর ঝাঁপিয়ে পড়েন। সেই সময় এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা রঘুনাথগঞ্জ থানার কয়েকজন পুলিশ কর্মী তাকে বাঁচাতে গেলে পুলিশের উপরও চড়াও হয় ওই দুষ্কৃতীরা।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, 'এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।'
অধ্যাপক ফারাকুল ইসলাম বলেন, 'প্রসাদপুর দাসপাড়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় আমার জমি কয়েকজন জমি মাফিয়া জোর করে দখল করে নিতে চাইছে। আমার জমির আশেপাশে ওই মাফিয়ারা প্রায় ৮০০-৯০০ বিঘা জমি স্থানীয় কৃষকদেরকে ভয় দেখিয়ে একপ্রকার জোর করে কিনে নিয়েছে। কিন্তু আমার জমিটি মাঝখানে থেকে যাওয়াতে তাদের পক্ষে চওড়া রাস্তা তৈরি করাতে অসুবিধা হচ্ছে।' তিনি আরও বলেন, জমি বিক্রি করতে রাজি না হ ওয়ার কারণে কিছু মাফিয়া সম্প্রতি তাঁর প্রায় এক বিঘা জমি জোর করে দখল করে তার উপর দিয়ে রাস্তা তৈরি করে নিয়েছে। ঘটনাটি গত ২০ মে জঙ্গিপুর পুলিশ জেলার সুপারকে লিখিতভাবে জানান। এদিন পুলিশি নিরাপত্তা নিয়ে জমি মাপতে যান।
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে শুরু করলে আহত ফারাকুল ইসলামকে সঙ্গে করে নিয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জমি মাপার কাজ অসমাপ্ত রেখে এলাকা ছেড়ে চলে যায়। বর্তমানে ফারাকুল ইসলাম জঙ্গিপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত পুলিশ কর্মীদেরও চিকিৎসা ওই হাসপাতালে চলছে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...
নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...
নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...
কীরকম ছিল সুলতানি আমলের স্নানগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...
অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...