বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | MAMATA BANERJEE : ‌বাণিজ্য সম্মেলনে বাংলার শিল্পপতিরাই নেতৃত্ব দেবেন:‌ মমতা

Sumit | ০৯ নভেম্বর ২০২৩ ১৫ : ২৮Sumit Chakraborty


দীপঙ্কর নন্দী :  মমতার বিজয়া সম্মিলনীতে তারকা সমাবেশ। কে নেই?‌ সমাজের সব ক্ষেত্রের বিশিষ্টরা বৃহস্পতিবার সন্ধ্যায় ভিড় করেছিলেন আলিপুর সেন্ট্রাল জেল–‌এর মাঠে। এখানেই একটি বড় গোল টেবিলকে ঘিরে মমতার সামনে অনেকেই বসেছিলেন। গান হয়েছে। আবৃত্তি হয়েছে। মমতা বলেছেন, এবারও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে। সম্মেলনে বাইরে থেকে বহু শিল্পপতি আসবেন। বাংলার শিল্পপতিরাই বাণিজ্য সম্মেলনের নেতৃত্ব দেবেন। হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়া, সত্যম রায়চৌধুরী–‌সহ শিল্পপতিরা আনন্দসন্ধ্যা কাটিয়ে গেলেন। সঙ্গীত পরিবেশন করেন ইন্দ্রনীল সেন। এ ছাড়া বলিউডের কয়েকজন শিল্পীও গান করেন। এসেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তিনি সকলের গান ও গল্প শুনছিলেন। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন সমরেশ চৌধুরি, মানস ভট্টাচার্য, কম্পটন দত্ত, মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল ক্লাবের দেবব্রত সরকার। মমতার ডানদিকেই বসেছিলেন অজয় চক্রবর্তী। বললেন, শরীর এখন সম্পূর্ণ সুস্থ। বাংলার তিন নায়ককে বিজয়া সম্মিলনীতে একসঙ্গে দেখা যায়নি। এবার দেখা গেল প্রসেনজিৎ–দেব–জিৎকে। এসেছিলেন ঋতুপর্ণা। শেষের দিকে মমতা টেবিল থেকে উঠে বাড়ির দিকে যাত্রা করার সময় দেখা হল সস্ত্রীক সৌরভ গাঙ্গুলির সঙ্গে। সামান্য কথাবার্তা হয়েছে তাঁদের। এরপর ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সব্যসাচী দত্ত, সৌরভ আর ডোনাকে নিয়ে টেবিলে বসিয়ে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা মারেন। এরপরই সেলফি তোলার জন্য সকলে ব্যস্ত হয়ে পড়েন। প্রায় প্রত্যেকের সঙ্গে সেলফি তোলেন সৌরভ। মমতা সকলের সুস্থতা কামনা করেন। টলিউডের শিল্পীদের সামনে তিনি বলেন, নভেম্বরের ৫ তারিখ থেকে চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে, আপনারা সকলেই আসবেন। কয়েকজন শিশুশিল্পীও এসেছিল। তাদের সঙ্গে মমতা কিছুক্ষণ সময় কাটান। মিডিয়ার লোকজনদের ধন্যবাদ জানান তিনি। এবারই প্রথম আলিপুর সেন্ট্রাল জেল (‌মিউজিয়াম)‌–‌এর মাঠে বিজয়া সম্মিলনী হল। বিকেলেই মমতা মাঠে এসেছিলেন। তখন অনেকেই চলে এসেছেন। নমস্কার বিনিময় করেন সকলের সঙ্গে। অন্যদিকে, ২৩ নভেম্বর নেতাজি ইনডোরে দলের বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছে। সমস্ত স্তরের নেতারা এই বৈঠকে হাজির থাকবেন। মুখ্য বক্তা মমতা ব্যানার্জি। এ ছাড়া নেতাদের মধ্যে থাকছেন সুব্রত বক্সি, অভিষেক ব্যানার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদার, শশী পাঁজা–সহ জেলার অন্য নেতৃবৃন্দ। ২২ হাজারের মতো কর্মী ওই দিন ইনডোরে আসবেন। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে কীভাবে কাজ হবে, তার রূপরেখা ঠিক করে দিতে পারেন মুখ্যমন্ত্রী।




নানান খবর

নানান খবর

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

কলকাতা পুলিশ কোয়ার্টারে স্বাস্থ্য শিবির: টেকনো ইন্ডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগে জনসেবার নতুন দিশা

গ্যাগরিনের মহাকাশ যাত্রার স্মরণে কলকাতায় কসমোনটিক্স ডে উদযাপন, রাশিয়ান কনসুলেটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

সমাধানের জন্য নেওয়া হচ্ছে আইনি পরামর্শ, আলোচনা থেকে বেরিয়ে জানালেন ব্রাত্য

'আমাদের অফিসারকে ভয়ঙ্কর ভাবে মারা হয়েছে', কসবা ঘটনা নিয়ে কমিশনার মনোজ ভার্মা

খোলা আকাশের নিচে সেলুলয়েড: নাকতলার ওপেন এয়ার সিনেমা উৎসবের এক ব্যতিক্রমী গল্প

সোশ্যাল মিডিয়া