শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Loksabha Election: পরাজয়ের ইঙ্গিত পেয়েই মেজাজ হারালেন অর্জুন, আবার কি দলবদল?

Pallabi Ghosh | ০৪ জুন ২০২৪ ১৯ : ২৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: বারবার দলবদল। নিজের গড়েই এবার ফল ভুগলেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের পার্থ ভৌমিকের থেকে ৬৪ হাজার ৮৭৮ ভোটের ব্যবধানে পিছিয়ে তিনি। তাঁর পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। পরাজয়ের ইঙ্গিত পেয়ে গণনার শুরু থেকেই ক্ষণে ক্ষণে মেজাজ হারান অর্জুন। গণনা কেন্দ্রের মধ্যে এক তৃণমূল কর্মীকে ঘুষি মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যত রাউন্ড এগিয়েছে, তত বেড়েছে পার্থ ভৌমিকের জয়ের ব্যবধান। তা দেখেই অর্জুন বলেন, 'কমিশন ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে। এখানে আইনশৃঙ্খলা কিছু নেই। নির্বাচন কমিশন কিছুই করছে না।' যদিও এরপর আর মুখ খোলেননি। কারণ তাঁর কাছে স্পষ্ট, এককালের সতীর্থই এবার ব্যারাকপুরের সাংসদ হতে চলেছেন।
১৯৯৮ সালে দল গঠনের পর থেকেই কংগ্রেস ছেড়ে তৃণমূলের হাত ধরেন অর্জুন। ২০০১ সালে বিধানসভা নির্বাচনে ভাটপাড়া আসনে তাঁকে প্রার্থী করে তৃণমূল। এরপর পরপর চারবার জিতে ২০১৯ সাল পর্যন্ত ভাটপাড়ার বিধায়ক ছিলেন তিনি। গড় দখলের লক্ষ্যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে জোড়াফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন। বিজেপির হয়ে জিতলেও, জয়ের ব্যবধান ছিল মাত্র ১৩ হাজারের বেশি। এরপর একুশের বিধানসভা ভোটের আগে ফের তৃণমূলে ফেরেন অর্জুন। আশা ছিল চব্বিশের লোকসভা নির্বাচনে টিকিট পাবেন। কিন্তু ব্রিগেডের মঞ্চে দলের সুপ্রিমোর কণ্ঠে নিজের নাম না শুনতে পাওয়ায় ফের ক্ষোভ উগরে দেন। দিন কয়েকের মধ্যে বিজেপিতে ফেরেন। টিকিটও পান। আশা ছিল, আবারও জিতবেন। কিন্তু গণনা উল্টো ইঙ্গিত দিচ্ছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন, অর্জুনের পরবর্তী পদক্ষেপ কী?




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



06 24