শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৩ জুন ২০২৪ ১১ : ৫৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে মাদার ডেয়ারীর দুধের দাম বাড়ল ২ টাকা প্রতি লিটার। বিগত ১৫ মাস ধরে বাজারে প্রতিটি জিনিসের দামবৃদ্ধির ফলেই এই সিদ্ধান্ত। সোমবার থেকেই দিল্লির বিভিন্ন বাজারে নতুন দাম কার্যকর হয়ে যাবে। প্রসঙ্গত, রবিবারই আমূল তাদের দাম বৃদ্ধি করেছে। লোকসভা ভোটের গণনার আগেই এই মূল্যবৃদ্ধিতে কিছুটা হলেও সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। মাদার ডেয়ারী একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রতিটি জিনিসের দাম বাড়ার ফলেই তাঁদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় মাদার ডেয়ারী দৈনিক ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে। রবিবারই আমূলের দাম গোটা দেশে ২ টাকা করে বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে এবার মাদার ডেয়ারীও তাদের দুধের দাম বাড়াল।