মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০২ জুন ২০২৪ ২০ : ২০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : বাংলার দুটি লোকসভা আসনের দুটি ভোটকেন্দ্রে ফের হবে ভোট। শনিবার ভোট শেষ হলেও বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বারাসাত এবং মথুরাপুর কেন্দ্রে দুটি বুথে ফের ভোট হবে। বারাসাত লোকসভা কেন্দ্রে ১২০ দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে ১৩১ কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে ফের ভোট হবে। সোমবার অর্থাৎ ৩ জুন হবে এই ভোট। সকাল ৭ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত হবে ভোট।
নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন আগে জানিয়েছিল ৬ই জুন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই নির্দেশকে কমিশন সংশোধন করে দিনের পরিবর্তন করেছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৯ শে জুন পর্যন্ত এই রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাখা হবে ভোট পরবর্তী পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।