সোমবার ২৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০১ জুন ২০২৪ ২১ : ৫১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের পর টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও জ্বলে উঠলেন ঋষভ পন্থ। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একমাত্র প্র্যাকটিস ম্যাচে পাওনা ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ডিয়া। প্রথমজন ধারাবাহিকতা অব্যাহত রাখলেন। করলেন অর্ধশতরান। দ্বিতীয়জন পেশাদার এবং ব্যক্তিগত জীবনের ডামাডোল কাটিয়ে ছন্দে ফিরলেন। যা বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় দলের কাছে প্রাপ্তি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তবে শুরুতেই চমক। ভারত অধিনায়কের সঙ্গে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। এর থেকেই ইঙ্গিত মিলেছে যে টি-২০ বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেন করবেন বিরাট কোহলি। সবে শুক্রবার নিউইয়র্কে পৌঁছনোয় এদিন খেলেননি। কোহলির বদলে ব্যাক আপ হিসেবে ব্যবহার করা হয় সঞ্জুকে। অর্থাৎ, অন্তত বিশ্বকাপের শুরুর দিকে ওপেন করতে দেখা যাবে না যশস্বী জয়েসওয়ালকে। তিন নম্বরেও চমক। নামানো হয় ঋষভ পন্থকে। সেক্ষেত্রে প্রথম একাদশে জায়গা পেলেন শিবম দুবে। আগের দিন নেটে তাঁকে দিয়ে বলও করান রোহিত। দুবেকে অলরাউন্ডার হিসেবে ব্যবহার করতে চাইছে ভারতীয় থিঙ্কট্যাংক।
অস্ট্রেলিয়া থেকে আনা ড্রপ ইন পিচে অসমান বাউন্স রয়েছে। আউটফিল্ড স্লো। তাই বল বাউন্ডারিতে পাঠাতে যথেষ্ট কসরত করতে হয় ব্যাটারদের। তারমধ্যেই শনিবার রাতে বাংলাদেশের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে দুর্ধর্ষ ফর্মে পাওয়া যায় পন্থকে। নতুন ব্যাটিং পজিশনে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। শাকিব আল হাসানের প্রথম ওভারেই তিনটে ছক্কা হাঁকান। তিন নম্বরে নেমেই সফল। ৩২ বলে চার মেরে অর্ধশতরানে পৌঁছে যান। ৪টি ছয় এবং চারের সাহায্যে ৫৩ রানে রিটায়ার্ড আউট হন। শুরুটা ভাল করলেও বড় রান পাননি রোহিত। ১৯ বলে ২৩ রান করে আউট হন। চার নম্বরে নামানো হয় সূর্যকুমার যাদবকে। নিজের ছন্দেই ছিলেন। ৪টি চারের সাহায্যে ১৮ বলে ৩১ রান করে আউট হন। পাঁচ নম্বরে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি শিবম দুবে। একটি বড় ছয় ছাড়া কিছু নেই। ১৬ বলে ১৪ রান করে বাউন্ডারিতে ধরা পড়েন দুবে। এদিনের প্রস্তুতি ম্যাচের সবচেয়ে বড় চমক হার্দিক পাণ্ডিয়া। বরাবরই বড় ম্যাচের প্লেয়ার তিনি। আবারও বড় মঞ্চে জ্বলে উঠলেন। ভারতের জার্সিতে সবসময়ই তিনি অন্যরকম। আইপিএলের ব্যর্থতা ঝেড়ে ফেলে পুরোনো মেজাজে রোহিতের ডেপুটি। চারটে ছক্কা হাঁকান। মারেন দুটি চারও। ২৩ বলে ৪০ রানে অপরাজিত থাকেন হার্দিক। ২০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ১৮২। এদিন ভারতের ব্যাটিং অর্ডার থেকে একটা ইঙ্গিত পাওয়া গেল। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে টপ ছয়ে এই লাইন আপই থাকবে। শুধু সঞ্জু স্যামসনের জায়গায় রোহিতের সঙ্গে ওপেন করবেন বিরাট কোহলি।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
চমক ভেঙ্কটেশ, আইপিএলের প্রথম দিনের নিলামে কাদের নিল কেকেআর?...
'এই দর আমার প্রাপ্য', আইপিএলের সবচেয়ে দামি স্পিনার হওয়ার পর দাবি চাহালের ...
টাকা নয়ছয় করার জন্য ছেড়েছিলে? ভেঙ্কটেশকে ফিরিয়েও সমালোচনায় জেরবার কেকেআর...
দলে নিলেও মাঠে সর্বস্ব দেব না ওদের হয়ে, প্রীতি জিন্টার পাঞ্জাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারকা ক্রিকেটার...
পাঁচ ঘণ্টার নিলামের পর খাতা খোলে রাজস্থান, কাকে নেয় দ্রাবিড়ের দল?...
অভিনব সেলিব্রেশনের রহস্য ফাঁস, মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনালের গোলকেই সেরা বাছলেন লিস্টন...
একসময়ের তীব্র প্রতিদ্বন্দ্বী মারেই এবার জোকারের কোচ, শুরু হতে চলেছে নতুন এক যুগলবন্দি ...
আইপিএলের প্রতিটি আসরে খরচ হয়েছে কত টাকা? দেখে নিন একনজরে...
একটা ইনিংস বদলে দিল সব, 'রোহিত ফিরলেও রাহুলকে বসানো অন্যায় হবে', বলছেন গিলি...
জয়ে ফিরল মোহনবাগান, ঘরের মাঠে জামশেদপুর বধে টেবিলের মগডালে...
'মনে করো দেশের জন্য গুলি খাচ্ছো', গম্ভীরের মন্ত্রেই অভিষেকে নজর কাড়লেন নীতিশ...
পছন্দের শহরে জয় দিয়ে আই লিগ অভিযান শুরু হাবাসের ...
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপৎকালীন বৈঠক ডাকল আইসিসি ...
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিলামের আগেই নির্বাসিত হতে পারে ভারতীয় অলরাউন্ডার ...
অস্ট্রেলিয়ার জার্সিতে বাগান প্র্যাকটিসে ম্যাকলারেন, চোট-আঘাত নিয়ে ভাবছেন না মোলিনা...