বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Notice : সাকেতকে আয়কর নোটিশ

Sumit | ৩১ মে ২০২৪ ১৮ : ১৬Sumit Chakraborty


বীরেন ভট্টাচার্য, দিল্লি : শেষ দফার ভোটের আগের দিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে নোটিশ পাঠাল আয়কর দপ্তর। ২০২০-২১ অর্থবর্ষে তাঁর মামলার মূল্যায়ণ করা হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে তাঁকে পাঠানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে। শেষ দফার ভোটপর্বের আগের দিন কেন হঠাৎ করে প্রায় চার বছরের পুরনো বিষয় নিয়ে আয়কর দপ্তর সক্রিয় হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ।

সাকেত গোখলে জানিয়েছেন, "আগের সমস্ত নোটিশ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর, গতকাল আমায় জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে আমার আয়ের ফের মূল্যায়ণ করা হবে। এই নিয়ে মোট ৫ বার একই কাজ করতে চলেছে কেন্দ্রীয় সংস্থা।" তাঁর বক্তব্য, "মোদি-শাহের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সির মুজরা এখন দৈনন্দিন হয়ে উঠেছে। জনপ্রিয়তা হারানো এবং মানুষের ক্ষোভের মুখে পড়ে দুজনেই মরিয়া হয়ে উঠেছেন।" এবারের লোকসভা নির্বাচনে মোদি-শাহ কেবলমাত্র ঘৃণা ভাষণকে পুঁজি করে লড়াই করছেন বলে অভিযোগ করেছেন তিনি। সাকেতের কথায়, "মোদি কীভাবে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে লড়াই করছেন? তার উত্তর, ঘৃণা ভাষণ দিয়ে এবং মাটন,মঙ্গলসূত্র, মুজরা এবং কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে ভোটে লড়ছেন নরেন্দ্র মোদি।" সাকেতের অভিযোগ, মোদি-শাহের নেতৃত্বাধীন বিজেপির কোনও ধারণা নেই কীভাবে ভোটে লড়াই করতে হয়। একইসঙ্গে তিনি বার্তা দিয়েছেন, "বিজেপি জিতলে এবং সরকার গঠন করলে, কেন্দ্রীয় সংস্থাগুলি শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে সরব হবে না। বিজেপির বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করলে আম জনতাকেও রেয়াত করা হবে না।" কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে তিনি ১ জুন শেষ দফায় বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতাচ্যূত করার আহ্বান জানিয়েছেন। সাকেতের মতে, "কারও জন্য নয়, নিজের অধিকার এবং স্বাধীনতা অক্ষুন্ন রাখতে এটা করা প্রয়োজন।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24