শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ মে ২০২৪ ১৭ : ০৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট মঙ্গলবার সমন পাঠাল আপ নেত্রী আতীশিকে। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। আতীশিকে ২৯ জুনের মধ্যে আদালতে এসে হাজিরা দিতে হবে। বিজেপি মুখপাত্র প্রবীন শঙ্কর কাপুর আতীশির বিরুদ্ধে এই মানহানির মামলা করেছেন। বিজেপি মুখপাত্রর অভিযোগ আপ নেত্রী মিথ্যে কথা বলেছেন। প্রসঙ্গত, ২ এপ্রিল আতীশি সাংবাদিক বৈঠকে বলেছিলেন, তাঁকে বিজেপিতে যোগদান করতে বলা হয়েছে। নাহলে তাঁর রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়া হবে। পাশাপাশি তাঁকে ইডি একমাসের মধ্যে গ্রেপ্তারও করতে পারে। তাঁর সঙ্গে আরও তিন আপ নেতাকে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছিলেন আতীশি। তাই এবার আতীশির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে বিজেপি। আপের এই নেত্রীকে আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য জানাতে হবে।