শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ মে ২০২৪ ১৪ : ১৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভোট চলাকালীনই ফের ভাঙন। সমাজবাদী পার্টির নেতা এবং প্রাক্তন মন্ত্রী নারদ রাইয়ের বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে রাই লিখেছেন, গরিবদের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা করেছেন তা দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। ভারতকে বিশ্বের দরবারে গৌরবের আসনে বসিয়েছেন নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনীতির চানক্য। এবার দেশের উন্নতিতে তাঁদের সঙ্গে মিলেই কাজ করব।
সোমবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর নারদ রাই বলেন, সমাজবাদী পার্টিতে অখিলেশ যাদবের কাজে তিনি বিরক্ত। দেশের উন্নতি করার আগে সমাজবাদী পার্টি রাজ্যের উন্নতিতে হাত দিক।