রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | IPL Final: স্টার্ক-হরষিতদের কাছে আত্মসমর্পণ হায়দরাবাদের, আইপিএলের ফাইনালে সর্বনিম্ন রান

Sampurna Chakraborty | ২৬ মে ২০২৪ ২১ : ২৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ফাইনালে সর্বনিম্ন রান। পুরো ওভার ব্যাট করতে পারলেন না প্যাট কামিন্সরা। ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট সানরাইজার্স হায়দরাবাদ। গ্যালারিতে উচ্ছ্বসিত শাহরুখ খানের পরিবার। তৃতীয় আইপিএল ট্রফির গন্ধ পেতে শুরু করেছেন ততক্ষণে। আইপিএল ফাইনালে সেরা পারফরমেন্সের মধ্যে অন্যতম। দুর্ধর্ষ বোলিং। কোয়ালিফায়ারে সেরা পারফরম্যান্স ছিল কেকেআরের বোলারদের। এদিন নিজেদের ছাপিয়ে যায় নাইট বোলাররা। ৭৭ রানে ৭ উইকেট। জঘন্য ব্যাটিং হায়দরাবাদের। যে ব্যাটিংয়ের জোরে এই জায়গায় এসেছে অরেঞ্জ আর্মিরা, এদিন সেই ব্যাটিংই ডোবাল। ফাইনালে পরিকল্পনাহীন ব্যাটিং। বাজে শট বাছাই। বিশেষ করে আইডেন মার্করাম, শাহবাজ আহমেদ, আব্দুল সামাদের।‌ টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন প্যাট কামিন্স। সেটাই বুমেরাং হয়ে ফিরল। আগের দিন চেন্নাইয়ে স্পিনারদের দাপট দেখা গিয়েছিল। এদিন পিচ বদলেছে। লাল মাটিতে পেসারদের আক্রমণেই কুপোকাত সানরাইজার্সের ব্যাটাররা।‌ এই হায়দরাবাদই চলতি আইপিএলে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান করে। কিন্তু আইপিএল ফাইনালে কেকেআরের বোলারদের সামনে ল্যাজেগোবরে।

আগের কোয়ালিফায়ারে আগুন ঝড়িয়েছিলেন‌ মিচেল স্টার্ক। এদিনও শুরুটা দারুণ করেন। প্রথম ওভারেই ফিরিয়ে দেন অভিষেককে। আইপিএলের সেরা বল স্টার্কের। ভেঙে দেন সানরাইজার্স ওপেনারের অফস্ট্যাম্প। মাত্র ২ রানে ফেরেন অভিষেক। আবার প্রথম বলেই শূন্যতে আউট ট্রাভিস হেড। শেষ চার ম্যাচের মধ্যে তিনটে শূন্য অজি ওপেনারের। আইপিএলের প্রথমদিকে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। কিন্তু প্লে অফে, অর্থাৎ টুর্নামেন্টের বিজনেস এন্ডে টোটাল ফ্লপ। মাত্র ৬ রানে ২ উইকেট হারায় সানরাইজার্স। প্রথম কোয়ালিফায়ারে দুই ওপেনারকে দ্রুত হারানোর পরও ত্রিপাঠি,‌ ক্লাসেনরা দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়েছিলেন। রাজস্থানের বিরুদ্ধেও অর্ধশতরান পান প্রোটিয়া ব্যাটার। কিন্তু এদিন ব্যর্থ। ১৬ রানে আউট হন। কোনও ব্যাটারই‌‌ দাঁড়াতে পারেনি। এলেন এবং গেলেন। এককথায়, আত্মসমর্পণ। 

উইকেটে কি জুজু ছিল? একেবারেই না। কিছুটা কেকেআরের বোলারদের কামাল, বাকিটা হায়দরাবাদের উইকেট ছুড়ে দেওয়া। প্রতিটা উইকেট উপভোগ করলেন শাহরুখ খান। চারদিন আগে হাসপাতাল ঘুরে এসেছেন। তাই গোটা ম্যাচেই মুখে মাস্ক পরে দেখা যায় কিং খানকে। ছিলেন গৌরি, সুহানা, আরিয়ান, আব্রামও। ভিআইপি গ্যালারিতে চাঁদের হাট। কেকেআরের আরেক মালিক জুহি চাওলা সপরিবারে হাজির। ছিলেন রাজকুমার যাদব, জানভী কাপুরও। নাইটদের হয়ে গোল ফাটালেন বলিউডের তারকারা। এদিন কোনও ব্যাটারই‌ সফল হয়নি। রাহুল ত্রিপাঠি (৯), নীতিশ কুমার রেড্ডি (১৩), শাহবাজ আহমেদ (৮), আব্দুল সামাদ (৪) রান পায়নি। ক্লাসেনের সঙ্গে টিকে থাকা উচিত ছিল মার্করামের। খারাপ খেলছিলেন না। কিন্তু ১১ ওভারের মাথায় বড় শট খেলতে গিয়ে স্টার্কের হাতে ধরা পড়েন। তখনও ৯ ওভার বাকি। পার্টনারশিপ দরকার ছিল। পরে কোনও অভিজ্ঞ ব্যাটার ছিল না। এই অবস্থায় মার্করামের মতো প্লেয়ারের দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। অন্তত ১৫-১৬ ওভার পর্যন্ত মার্করাম, ক্লাসেনের উইকেটে টিকে থাকা উচিত ছিল। কিন্তু নিজের উইকেট ছুড়ে দেন প্রোটিয়া ব্যাটার। শাহবাজও বাজে শট খেলে আউট হন। আবদুল সামাদকে নামানো হয় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। কিন্তু কোনও লাভ হয়নি। কেন বছরের পর বছর তাঁকে রেখে দেওয়া হয়েছে জানা নেই। কেনই বা সামাদকে খেলানো হয়! সানরাইজার্সের ইনিংসের সর্বোচ্চ রান প্যাট কামিন্সের। ১৯ বলে ২৪ রান করে আউট হন হায়দরাবাদের নেতা। তাঁর জন্য একশোর গণ্ডি পার করতে পারে সানরাইজার্স। নয়তো আরও লজ্জার মুখে পড়তে হত। 




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

Ollie Pope: টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম, সচিনেরও নেই, ব্র্যাডম্যানেরও নেই, কী এমন রেকর্ড গড়লেন অলি পোপ?...

পাক ক্রিকেটে অধিনায়কের পদ যেন মিউজিক্যাল চেয়ার, বাবরকে ফের সরিয়ে অধিনায়ক করা হতে পারে এই ক্রিকেটারকে ...

পছন্দের সেরা দুই বোলার বেছে নিলেন সামি, তালিকায় আছেন কোন কোন ভারতীয়?‌ জানুন ...

Pakistan Cricket: পিসিবি একটা সার্কাস, ওখানে জোকাররা কাজ করে, বিস্ফোরক পাকিস্তানের প্রাক্তন তারকা...

শীঘ্রই আসছে...

Duleep Trophy: অভিষেকেই বড় শতরান, শচীনকে ছাপিয়ে গেলেন মুশির...

Virat Kohli: 'ফ্যাব ফোর'এ সবার শেষে কোহলি, কাকে কোন পজিশনে রাখলেন আটবারের বিশ্বকাপজয়ী অজি তারকা?...

East Bengal: জিতে একনম্বরে, অপরাজিত তকমা নিয়েই সুপার সিক্সে ইস্টবেঙ্গল...

বিপদ ভারতের, দ্রাবিড়ের সহকারী এবার সাহায্য করবেন কেন উইলিয়ামসনদের ...

Football Academy: ডগলাসের হাত ধরে পথ চলা শুরু হল বিশপ ক্যানিং স্পোর্টস অ্যাকাডেমির, ছিলেন ব্যারেটোও...

Calcutta Football League: হাড্ডাহাড্ডি লড়াই, হাওড়া ইউনিয়নের সঙ্গে ড্র করে লিগ টেবিলের শীর্ষে ইউনাইটেড কলকাতা...

জুডোয় এল পদক, প্যারালিম্পিকে ভারতের সাফল্য দেখলে চমকে যাবেন...

Virat Kohli: ‌ক্রিকেট খেলছেন, সন্তানদের খাওয়ানোর দায়িত্বও কোহলির উপর ...

Rahul Dravid: রহস্য ফাঁস, কেন দুই ছেলেকে নিজের বিশ্বকাপের সেলিব্রেশন দেখাতে চান না দ্রাবিড়? ...

Mushaga Bakenga: হালান্ডের মতো 'অদৃশ্য' থেকেও হ্যাটট্রিক করতে চান নরওয়ের মুশাগা...

Mohammedan Sporting: মহমেডান আইএসএল খেলার উপযোগী, সমর্থকদের প্রমাণ করতে চান চের্নিশভ...

East Bengal: টার্গেট সুপার সিক্স, পাঁচ বছরে প্রথমবার ভাল জায়গায় ইস্টবেঙ্গল, বললেন কুয়াদ্রাত...

Mohun Bagan: অতীতের সাফল্য পেছনে ফেলে আগামীতে ফোকাস মোলিনার...

ভাঙা সম্পর্ক জোড়া লাগতে চলেছে, ছেলের জন্য ফের কাছাকাছি হার্দিক–নাতাশা ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24