মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ মে ২০২৪ ১৬ : ০০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক:বিজেপি বুথ এজেন্টকে মারধর করে স্ত্রীকে থান পরিয়ে দেওয়ার হুমকি। তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বাঁকুড়ার ইন্দাসে ব্যাপক চাঞ্চল্য। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। বিজেপির অন্তর্কলহ ছাড়া এটি কিছুই নয় বলেই দাবি তৃণমূলের।
বাঁকুড়ায় ভোটের দিনের আগের রাতে অর্থাৎ শুক্রবার ইন্দাসের দিবাকর বাটির ১৩৫ নম্বর বুথের তৃণমূল এজেন্ট সুখেন্দু রায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
এই ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। ইন্দাস থানায় অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। যদিও তৃণমূল এই ভিডিওর সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছে। গোটা ঘটনা অস্বীকার করেছে শাসক শিবির।