মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Tirthankar Das | ২০ মে ২০২৪ ১৭ : ৩৫Tirthankar
তীর্থঙ্কর দাস: নির্বাচন কমিশন কলকাতা উত্তরে সোমবার থেকে শুরু করল 'পোস্টাল ভোটিং'। উত্তর কলকাতার চৌরঙ্গী, এন্টালি, বেলিয়াঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, কাশীপুর এবং মানিকতলায় হল 'পোস্টাল ভোটিং'। চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিক শুভাঞ্জন দাস আজকাল ডট ইনকে জানান, 'কেন্দ্রীয় বাহিনী, ভিডিও ক্যামেরা, পোলিং অফিসার, মাইক্রো অবসার্ভারের উপস্থিতিতে হচ্ছে এই পুরো প্রক্রিয়াটি।' যদি কোনও বাড়ি বা ভোটার বাদ পড়ে যান তাহলে অন্য একদিন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ থাকবে। সবাই যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সোমবার বিশেষভাবে সক্ষম ১৯ বছর বয়সী রিশা ঘোষ এবং ৯০ বছরের বয়সী যশোদা দে, সফলভাবে তাঁদের বাড়ি থেকে 'পোস্টাল ভোটিং'য়ের মাধ্যমে গণতান্তিক অধিকার প্রয়োগ করেছেন। ৫০ বছরের উর্ধ্বে এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের সুবিধার্থে দেশজুড়ে নির্বাচন কমিশন 'পোস্টাল ভোটিংয়ের' ব্যবস্থা করে প্রতিবার। যোগ্য ভোটাররা যেন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই দিকে নজর রাখা হয়েছে কমিশনের তরফে। সোমবার নির্বাচন কমিশন উত্তর কলকাতায় শুরু করল এই প্রক্রিয়া। ৭ টি বিধানসভা কেন্দ্রে হয় 'পোস্টাল ভোটিং'। ১ জুন সপ্তম দফার নির্বাচন কলকাতা উত্তরে।