শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৯ মে ২০২৪ ১৬ : ২৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম যোগ দিলেন তৃণমূলে। রবিবারের জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি।
এবার কুনারকে লোকসভায় টিকিট দেয়নি বিজেপি। চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করেছে তারা। অন্যদিকে, টিকিট না পেয়ে আগেই বিজেপি ছাড়ার কথা জানিয়েছিলেন কুনার। ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের হয়ে প্রচার করবেন বলেও জানিয়েছিলেন। এবার সেই কুনারই যোগ দিলেন তৃণমূলে। গত ৮ মার্চ দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কুনার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠিও দেন তিনি। তিনি জানিয়েছিলেন ব্যক্তিগত কারণে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চান।