রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ মে ২০২৪ ২২ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রায় ১৩ মাস জেলবন্দি থাকার পর অবশেষে মুর্শিদাবাদে ফিরলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ২০২৩ সালের ১৭ এপ্রিল শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। শনিবার রাতে তিনি বড়ঞার আন্দি এলাকায় নিজের বাড়িতে ফিরে আসেন।
চলতি মাসের ১৪ তারিখের সুপ্রিম কোর্ট থেকে একাধিক শর্তের ভিত্তিতে জামিন পেয়েছেন জীবনকৃষ্ণকে। তবে তৃণমূল বিধায়ক জামিন পাওয়ার পরই মুর্শিদাবাদ জেলাতে নিজের বাড়িতে ফেরেননি। জেল থেকে ছাড়া পাওয়ার পর ব্যক্তিগত কিছু কাজের জন্য কলকাতাতেই ছিলেন।
শনিবার রাতে অবশেষে নিজের বাসভবনে ফিরে এলেন বড়ঞার বিধায়ক।
প্রসঙ্গত- বাড়িতে সিবিআই তল্লাশি চলাকালীন জীবনকৃষ্ণ সাহা নিজের দু'টি মোবাইল ফোন বাড়ির ঠিক পেছনের পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। এরপর পাম্প মেশিন এনে পুকুর থেকে সম্পূর্ণ জল তুলে ফেলে জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোন দুটি উদ্ধার করে তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তদন্ত চলাকালীন সিবিআই-এর তরফ থেকে দাবি করা হয়েছিল জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোন থেকে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সম্পর্কিত একাধিক তথ্য তারা পেয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর একাধিকবার কলকাতা হাইকোর্টে জীবনকৃষ্ণ সাহার পক্ষ থেকে জামিনের জন্য আবেদন জানানো হয়েছিল। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপরই জীবনকৃষ্ণ সাহার তরফ থেকে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানানো হয়।
শনিবার রাতে বড়ঞা বিধানসভার আন্দিতে নিজের বাড়িতে ঢোকার আগে স্ত্রী এবং সন্তানকে নিয়ে এলাকার কালী মন্দিরে প্রণাম করেন তৃণমূল বিধায়ক। বাড়িতে ঢোকার সময় পরিবারের সদস্যরা বরণ করে নেন তাঁকে। দীর্ঘ ১৩ মাস পর বিধায়ক এলাকায় ফিরে আসায় আনন্দিত তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজ তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য আন্দির বাড়িতে উপস্থিত ছিলেন কয়েক'শ তৃণমূল কর্মী সমর্থক।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জীবনকৃষ্ণ সাহা বলেন, 'দীর্ঘদিন পর বাড়ি ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। সত্যের জয় হয়েছে। সকলের সাথে আজকের আনন্দ আমি ভাগ করে নিচ্ছি। জামিনের শর্ত অনুযায়ী এরপর থেকে আমি তদন্তকারী সংস্থাকে সমস্ত রকম সহযোগিতা করব এবং কোর্টের নির্দেশ মেনে চলব।'
তৃণমূল বিধায়ক জানান- দলের তরফ থেকে তাঁকে কাজের মধ্যে থাকতে, এলাকায় ঘুরতে এবং উন্নয়নের জন্য সক্রিয় হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নানান খবর
নানান খবর

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?