বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | MAMATA: সাঁওতালি ভাষাকে কেউ গুরুত্ব দিত না, আমরা প্রথম এই ভাষাকে গুরুত্ব দিই: মমতা

Sumit | ১৭ মে ২০২৪ ১৫ : ৫৫Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: জঙ্গলমহলে গিয়ে সেখানকার শিক্ষার প্রসার  নিয়ে কথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘আগে পড়াশোনায় পিছিয়ে ছিল জঙ্গলমহল। আজ এখানে ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় অফিসার হচ্ছে। এটা আমার গর্ব। সাঁওতালি ভাষাকে কেউ গুরুত্ব দিত না। আমরা এসে প্রথম এই ভাষাকে গুরুত্ব দিই।’
ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী পেশায় সরকারি চিকিৎসক। মমতা তাঁকে কটাক্ষ করে বলেন, ‘আমি চাইলেই ওঁর ছাড়পত্র আটকে দিতে পারতাম। ওদের বেশি লোভ তো। ভাবলাম, যাক। টাকা করে আসুক। এলাকায় ডাক্তার নেই। উনি ভোটে লড়লে ডাক্তারি কে করবে? মানুষ পরিষেবা কোথায় পাবেন?’
এদিন ঝাড়গ্রাম থেকে মমতা মুখে শোনা গেল ছত্রধর মাহাতোর নাম। তিনি বলেন, ‘জঙ্গলমহলে যাঁর হাত ধরে ঢুকি, তার নাম ছত্রধর মাহাতো।’
মমতা আরও বলেন, ‘যদি এনআরসি, ক্যা না চান, বিজেপিকে ভোট দেবেন না। বিজেপির মতো এত বড় চোর, ডাকাত কোথাও নেই। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। পাশাপাশি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে তিনি বলেন, ‘দিল্লিতে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে এনআরসি, ক্যা, ইউনিফর্ম সিভিল কোড আমরা বাতিল করব। বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। দিল্লিতে আছে।’
এদিন গোপীবল্লভপুর থেকে সভা করেন তৃণমূল সুপ্রিমো। উপস্থিত ছিলেন প্রার্থী কালীপদ সোরেনও। ঝাড়গ্রামে ষষ্ঠ দফায় আগামী ২৫ মে ভোটগ্রহণ হবে। ঝাড়গ্রাম আসনটিতে গত লোকসভা নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। সাংসদ হয়েছিলেন কুনার হেমব্রম। এবারও তাঁকেই টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু তিনি প্রার্থীপদ প্রত্যাহার করেন। তারপর ওই কেন্দ্রে প্রণত টুডুকে প্রার্থী করেছে বিজেপি।





বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24