শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: ‘লোডশেডিং করে নন্দীগ্রামে জিতেছিল বিজেপি, এর বদলা নেবই’: মমতা

Kaushik Roy | ১৬ মে ২০২৪ ১৭ : ৩৯Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: তমলুকে লোকসভা নির্বাচনের আগে বিজেপির ভোট লুঠ নিয়ে হুঁশিয়ারি দিলেন মমতা। এদিন হলদিয়ায় জনসভা করতে গিয়ে মমতা বলেন, ‘নন্দীগ্রামে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। লোডশেডিং করে, ডিএম বদলে আমার সঙ্গে প্রতারণা হয়েছে। আজ নয়তো কাল তার বদলা আমি নেবই। কখন নেব কীভাবে নেব তা সময়ই বলবে’। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন শুভেন্দু। ফল ঘোষণার দিন দেখা যায় নির্বাচনে জিতেছেন মমতাই। হঠাৎই আবার জানানো হয়, লোডশেডিং হয়ে যাওয়ায় গণনায় ভুল হয়েছে। সামান্য মার্জিনে জেতেন শুভেন্দু।

এরপর থেকে তৃণমূলের তরফে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে লোডশেডিং বিধায়ক বলেও ডাকা হয়। এবার লোকসভা ভোটের আগে ফের সেই ইস্যুকে তুলে এনে বিজেপিকে আক্রমণ করলেন মমতা। পাশাপাশি, এদিন জাতীয় স্তরেও তৃণমূলের অবস্থান কী তাও স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ‘আমার কথার ভুল ব্যাখা করা হচ্ছে। আমি ইন্ডিয়া জোটে আছি। আমি বলেছিলাম বাংলায় তৃণমূল একাই লড়বে। কারোর সঙ্গে জোট করবে। এখানকার সিপিএম নয়, এখানকার কংগ্রেস নয়। সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকব। আমি ইন্ডিয়া জোট তৈরি করেছি এবং ইন্ডিয়া জোটই এবার সরকার গড়বে’।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24