বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | AMIT: সত্যজিৎ থাকলে তিনি হীরক রানির দেশে বানাতেন: অমিত শাহ

Sumit | ১৫ মে ২০২৪ ১৮ : ৩৩Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি : ‘‘আঁচলে লুকিয়ে রাখলেও জেলে ঢোকাব দুর্নীগ্রস্তদের। কাউকে লুকোতে পারবেন না।’’ বুধবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর জোসের সমর্থনে মশাটে আয়োজিত জনসভা থেকে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বক্তব্যের শুরু থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন,‘‘বাংলা এখন মৌলা-মাদ্রাসা-মাফিয়ার ভূমিতে পরিণত হয়েছে। হীরকরাজার দেশে সিনেমা’ তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। খুবই জনপ্রিয় হয়েছিল সেই সিনেমা। বাংলায় মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছেন, সত্যজিৎ তখন বেঁচে নেই। থাকলে তিনি ‘হীরক রানির দেশে’ সিনেমা বানাতেন। আমি মমতাদিদি এবং আপনার ভাইপোকে বলে যাচ্ছি, যত পারেন জোর করুন, সিএএ হবেই।’’ অমিত শাহ আরও বলেন ‘‘কল্যাণ ব্যানার্জি উপ-রাষ্ট্রপতিকে, সাংবিধানিক পদকে নিয়ে মশকরা করেন! আরে কল্যাণ ব্যানার্জি শরম কর, শরম কর, শরম কর। আপনি সাংসদ। শ্রীরামপুরের জনপ্রতিনিধি। উপরাষ্ট্রপতিকে নিয়ে মজা করেন!
এদিন অমিত শাহ বলেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। বরং ১০০ টাকা বেশি মিলবে। তাঁর কথায়, ‘‘মমতা দিদি বলেন, বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলে যাচ্ছি, বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না। আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০০ টাকা বাড়িয়ে মহিলাদের দেব।’’ এবারে মোদিজিকে ৪০০ পার করাতে হবে। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24