শনিবার ২৭ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন করব: মমতা

Pallabi Ghosh | ১৫ মে ২০২৪ ১৭ : ৩১


মিল্টন সেন, হুগলি: চব্বিশের লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে, বাইরে থেকেই সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। পঞ্চম দফা ভোটের দিন কয়েক আগে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এতদিন মমতা বলেছেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে, বাংলা চালিকাশক্তি হবে। এই প্রথমবার মমতা বললেন, 'জোটে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করবে তৃণমূল।'
বুধবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে সভা করেন মমতা। বক্তব্যের মাঝে তিনি বলেন, 'চার দফায় যে ভোটগ্রহণ হয়েছে, তাতে বিজেপি হারবে। বাকি তিন দফাতেও জেতার সম্ভাবনা নেই। চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে ভাঁওতা করবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না। অহংকার করে বিজেপি বলছে, এবার চারশো পার৷ মানুষ বলছে দুশো পার হবে না, এবার হবে পগারপার। তবে বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না। কারণ ওরা বিজেপির সঙ্গে রয়েছে। আমি দিল্লির কথা বলছি। সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে সরকার গঠন করে দেব আমরা। যাতে বাংলার মা-বোনেদের কোনও অসুবিধা না হয়, ১০০ দিনের কাজের টাকা না আটকায়।'
উল্লেখ্য, চতুর্থ দফা নির্বাচনের দিন ভোটের সম্ভাব্য ফলাফল ঘোষণা করেছিলেন মমতা। তাঁর দাবি, ৩১৫ টি আসনে জিতে এবার সরকার গড়বে ইন্ডিয়া জোট। এদিন হুগলির সভাতে দলের অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি। কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সরকারে না থেকেও, বাইরে থেকে সরকারের পাশে থাকবে দল।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া