মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৫ মে ২০২৪ ১৪ : ২১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি স্কুলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আগুন লাগার ঘটনার খবর পাওয়ার পরই স্কুল প্রতিপক্ষ এবং স্থানীয় জনগণ দ্রুত দমকল অফিসে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টাতে স্কুলের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার ঘটনায় কোনও ছাত্র-ছাত্রী আহত হয়নি বলে স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বেসরকারি স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কয়েক'শ ছাত্রছাত্রী পড়াশোনা করেন। তাঁদের বেশিরভাগই আবাসিক হিসেবে ওই স্কুলের পাশেই একটি হস্টেলে থাকেন।
আবাসিক ছাত্র-ছাত্রীদের খাওয়ার রান্না করার জন্য হস্টেলের ঠিক পাশেই একটি রান্নাঘরে একাধিক সিলিন্ডার এবং রান্না করার সামগ্রী মজুত করে রাখা ছিল। আজ সকালে রাধুনীরা যখন রান্না শুরু করেন তখন হঠাৎই একটি গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে রান্নাঘরে আগুন ধরে যায়।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য-ওই আগুন দ্রুত রান্নাঘরে ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা সব কিছুই প্রায় পুড়ে যায়। তাদের দাবি ওই স্কুল কর্তৃপক্ষ বেআইনিভাবে স্কুলের রান্না ঘরের মধ্যে একাধিক সিলিন্ডার মজুত করে রেখেছিল। তবে বড় কোনও বিপদ ঘটার আগেই দমকলের ইঞ্জিন আগুন নিভিয়ে ফেলে।
স্কুল কর্তৃপক্ষের তরফে মিল্টন বিশ্বাস বলেন, 'আমাদের স্কুলে বড় কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। রান্না ঘরে ছোট একটি আগুন লাগার ঘটনা ঘটলেও আমরা দ্রুত তা নিভিয়ে ফেলেছি। তবে এই ঘটনায় ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। কারও কোনও ক্ষতি হয়নি। রান্নাঘর থেকে আবাসিক ছাত্র-ছাত্রীদের হস্টেল বেশ কিছুটা দূরে। ফলে হস্টেলেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।'
ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম বলেন, 'পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বেসরকারি স্কুলে ছোটখাটো একটি আগুন লাগার ঘটনা ঘটেছিল। কিন্তু দ্রুত তা নিভিয়ে ফেলা গেছে। কীভাবে ওই আগুন লেগেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।'
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...
রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা? ...
দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে ...
পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...
কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...
বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...
'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...
অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...
ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...
৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...
মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...