শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৪ মে ২০২৪ ১৮ : ৫০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শেষ ভরসা লক্ষীর ভান্ডার। তাই ক্ষমতায় এলে বিজেপি লক্ষীর ভাণ্ডারের ভাতা আরও ১০০ টাকা বাড়াবে। আমতার সভা থেকে এই দাবিই করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, ক্ষমতায় এলে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে না। বরং এই প্রকল্পের ভাতা আরও ১০০ টাকা বাড়ানো হবে। রাজ্যে নির্বাচনী প্রচারে বিজেপিকে আক্রমণ করে একাধিক জনসভায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি লক্ষীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেবে। মঙ্গলবার কল্যাণী এবং শ্রীরামপুরের সভা থেকে মমতা ব্যানার্জি ফের সুর চড়ান, ক্ষমতায় এলে বিজেপি বন্ধ করে দেবে লক্ষ্মীর ভাণ্ডার। মঙ্গলবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে শাহ লক্ষীর ভান্ডার প্রসঙ্গে একথা বলেন। এর আগে বনগাঁর সভা থেকে শাহ ইভিএম নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আক্রমণ করেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি এখন অভিযোগ করছেন ইভিএম নিয়ে।
তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখনও একই ইভিএম ছিল। শাহ'র দাবি, 'আজ যখন আপনার যাওয়ার পালা, তখন আপনি ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন।' সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচনের দিন বনগাঁয় দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে প্রচারে গিয়ে মমতা বলেন, 'তৃণমূলে ভোট দিচ্ছে আর বিজেপিতে গিয়ে ভোট পড়ছে। আমরা ইভিএম বদল করিয়েছি।' এরপরেই মঙ্গলবার বনগাঁয় গিয়ে একথা বলেন শাহ। শাহ'র দাবি, মোদির নেতৃত্বে দেশ এগিয়ে গেলেও এরাজ্য পিছিয়ে গিয়েছে। যার পেছনে রয়েছে দুর্নীতি। পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্নীতি চলছে। বনগাঁ মতুয়া অধ্যুষিত এলাকা। তৃণমূল ও বিজেপির ভোটব্যাঙ্কের প্রসঙ্গ তুলে এদিন শাহ বলেন, বিজেপির ভোটব্যাঙ্ক মতুয়া সমাজ। ওদের ভোটব্যাঙ্ক অনুপ্রবেশকারীরা। এই প্রসঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা এবং রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হলেও ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই তাঁরা যাননি।