সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Kishore Bharati:

Kishore Bharati: কিশোর ভারতীর 'আনন্দ সন্ধ্যা

কলকাতা | Kishore Bharati: কিশোর ভারতীর 'আনন্দ সন্ধ্যা'

RP | ১৮ অক্টোবর ২০২৩ ১৩ : ৫৪Rishi Sahu


রিয়া পাত্র
সামনে পুজো। আনন্দ অনুষ্ঠানের ঠাসা সিডিউল ক্লাবে, পাড়ায়। কিন্তু পাঠকদের জন্য, লেখকদের জন্য বিশেষ আনন্দ অনুষ্ঠান হবে না কেন? এই ভাবনা থেকে পুজোর একেবারে মুখেই কিশোর ভারতী এক বিশেষ আয়োজন করে। গত ৭ বছর ধরে মহালয়ার আগের দিন হয়ে আসছে আনন্দ অনুষ্ঠান। এবারেও ১৩ অক্টোবর মহালয়ার ঠিক আগের দিন কিশোর ভারতী আয়োজন করেছে আনন্দ অনুষ্ঠান ১৪৩০। শিশির মঞ্চে শুক্রবার সন্ধেয় শারদীয়া কিশোর ভারতীর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়। উপস্থিত ছিলেন ত্রিদিব চট্টোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, রাজা ভট্টাচার্য, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, দেবারতি মুখোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায়। শুরুর কথা বলতে ওঠেন কিশোর ভারতীর সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়। উৎসবের কথার মাঝেই বিষাদের সুর তাঁর গলায়। এবার সঙ্গে নেই বহু বছরের নিবিড় সহযোগী সমরেশ মজুমদার, গত বছরও যিনি এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন, সঙ্গে নেই দীপ মুখোপাধ্যায়। তাঁদের স্মরণ করেই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আনন্দ সন্ধ্যায় প্রচেত গুপ্তর আক্ষেপ, তাঁর ছোটবেলায় এমন কোনও অনুষ্ঠানের আয়োজন ছিল না। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শরণ্যা মুখোপাধ্যায়। তাঁর সুরের মূর্ছনার রেশ কাটার আগেই মঞ্চে আবৃত্তি করতে ওঠে তিন বছরের ঐশী চ্যাটার্জি। আধো উচ্চারণ, আর অসামান্য আবৃত্তিতে শিশির মঞ্চে তখন কেবল হাততালি। দর্শক মুগ্ধ হয় রাজা ভট্টাচার্যের গানে, উকুলেলেতে তাঁকে যথার্থ সঙ্গত দেন সাগ্নিক ভট্টাচার্য। আর এসবের পরেই আসে অনুষ্ঠানের মূল আকর্ষণ, অদ্ভুতুড়ে মজার নাটক 'মরেও রেহাই নেই'। যে নাটকের জন্য কিশোর ভারতীর অফিসে ব্যাপক হইচই হয়েছে গেল ক' হপ্তা। দেবজ্যোতি ভট্টাচার্য ও সৈকত মুখোপাধ্যায়ের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন রাজা ভট্টাচার্য, সহ নির্দেশনায় মুন্সিয়ানা দেখিয়েছেন সপ্তর্ষি চ্যাটার্জি। দর্শকদের মুগ্ধ করেছেন এই নাটকের কুশীলবরা। তাঁরা সকলেই এই মুহূর্তে চেনা মুখ এবং জনপ্রিয়। টানা ১ঘণ্টা ২০ মিনিট মঞ্চ মাতিয়ে রাখলেন ত্রিদিব চট্টোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায়, মানস চক্রবর্তী, ওঙ্কারনাথ ভট্টাচার্য, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, সপ্তর্ষি চ্যাটার্জি, ঋদ্ধি মৈত্র, রাজা ভট্টাচার্য, দেবারতি মুখোপাধ্যায়, শুভাশিস লাহিড়ী, অনিন্দিতা ঘোষ, নীতিন মালাকার, রাজকুমার মণ্ডল, অনিমেষ পাল, দেবজ্যোতি ভটাচার্য, জয়দীপ চক্রবর্তী, দিব্যেন্দু হালদার, সুজিত কোলে, আচমন নিয়োগী। অনুষ্ঠানের সমাপ্তির সুর বেঁধে দেন সায়ক আমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এষা চ্যাটার্জি।




নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

সোশ্যাল মিডিয়া