বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | VOTE: লোকাল ট্রেনে জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি

Sumit | ১১ মে ২০২৪ ১৪ : ০৫Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি: লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাত বিধানসভা কেন্দ্রে র‍্যালি থেকে মিছিল মিটিং জনসভা এবং বাড়ি বাড়ি ঘুরে প্রচার সবই হয়েছে। এবার টার্গেট যারা সকালে ট্রেন ধরে কলকাতা চলে যান তাঁদের কাছে পৌঁছানো। শনিবার সকালে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে ওঠেন হুগলির তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং তৃণমূল কর্মীরা। প্রচারের উদ্দেশ্যে নিয়ে হলেও টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলে। রচনা হাতে টিকিট নিয়ে বলেন, কতদিন পর ট্রেনে উঠলেন তিনি। ট্রেনে চাপতে তাঁর খুব ভাল লাগে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে অনেক দুর যেতে তাঁর ভাল লাগে। ব্যান্ডেল থেকে ট্রেনে ওঠেন প্রার্থী। হুগলি চুঁচুড়া এবং চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন। ট্রনের ভিতরেও যাত্রীদের সঙ্গে কথা বলেন পরিচিত হন।

এদিন রচনা জানিয়েছেন, তিনি রোড শো করছেন বিভিন্ন জায়গায় সেখানে অনেকের সঙ্গে দেখা হয়নি, কারণ হুগলির ভোটার যারা চাকরি করেন কলকাতায় তাঁরা থাকতে পারেন নি। তাই তাঁদের সঙ্গে দেখা করতেই ট্রেনে স্টেশনে জনসংযোগ করলেন। এদিন ট্রেনে যাত্রীদের অনেকের আবদার মেটালেন সেলফি তুলে। ভেন্ডার কামরায় সব্জি নিয়ে যাওয়া চাষীদের সঙ্গেও কথা বললেন। চন্দননগর স্টেশনে নেমে চা খেলেন। সেখানে চন্দননগর হাসপাতালের এক চিকিৎসক রচনাকে গান শোনান। ব্যান্ডেলের বাসিন্দা কুসুম ঘরামি নামে এক মহিলা দিদি নম্বর ওয়ানের মঞ্চে গিয়েছিলেন। দিদি নম্বর ওয়ান প্রচারে আসছেন শুনে তিনিও চলে আসেন। রচনার সঙ্গে ট্রেনে ঘোরেন। নাচ করে দেখান। হটাৎ দিদি নম্বর ওয়ানকে ট্রেনের কামরায় পেয়ে যথার্থই খুশি যাত্রীরা।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24