বুধবার ১৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Review: ভাগ্যিস নন্দিতা-শিবু বুঝেছিলেন, থিয়েটারের মতো সিনেমাতেও লোকশিক্ষে হয়...

উপালি মুখোপাধ্যায় | | Editor: শ্যামশ্রী সাহা ১০ মে ২০২৪ ০৯ : ৪৩


এক যে ছিল দুষ্টু ছেলে কারও কথা শুনত না, দাবার মতোও খেলা আছে একরত্তি জানত না...

অথচ সাদা-কালো বোর্ড আর ৬৪টি ঘুঁটি নিয়েই যে জন্মেছে সেটাও সে বুঝত না! বুঝতে কি তার বাড়ির লোকেরাই পেরেছিলেন? ছোট্ট সৌরশেখর পাড়া দাপিয়ে দৌরাত্ম্য না করলে তার দাদুই যে বুঝতেন না, নাতি জন্মেছে দাবা খেলার জন্য। এভাবেই সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ওরফে পর্দার সৌরশেখরের ‘রাজার খেলা’র সঙ্গে ভাব। সময়ের সঙ্গে সেই সখ্য আরও গাঢ়। আর প্রাণ দিয়ে কাউকে চাইলে, ভালবাসলে সেই ভালবাসা দ্বিগুণ হয়ে ফিরে আসে, এটাও প্রমাণিত সত্য। এভাবেই উত্তর কলকাতার রক থেকে এক দাবাড়ুর জন্ম। যার জীবন ক্যামেরাবন্দি করেছেন পথিকৃৎ বসু। উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে প্রথম ‘গাঁটছড়া’ বেঁধে। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে। পরিসংখ্যান বলছে, দেশে নারী-পুরুষ মিলিয়ে আপাতত গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ১০৭। বাংলায় সেই সংখ্যা ১১। আমরা গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে চিনি। বিশ্বনাথ আনন্দকে নিয়ে গর্ব করি। একজন দাবাড়ু জীবনছকে কতটা সংঘর্ষ লুকিয়ে থাকে? কতটা ঘাম, রক্ত, চোখের জল ঝরানোর পর ‘কিস্তিমাত’ করেন তিনি? তারই দলিল সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনীছবি ‘দাবাড়ু’। এই ছবি দিয়ে আরও এক অনন্য নজির গড়লেন নন্দিতা-শিবপ্রসাদ। দেশের মধ্যে এই প্রথম কোনও গ্র্যান্ডমাস্টারের জীবন পর্দায় ফুটে উঠল। তাও আবার এক বাঙালির। 

এটা ছবি সম্পর্কে গৌরচন্দ্রিকা। এবার প্রশ্ন কেমন হয়েছে ছবি? ছবির গল্পই বা কেমন?

ছবি শুরু হয়েছে এক দাদুর থেকে। যিনি প্রায় প্রতি সকালে বাড়ির কোনও না কোনও পুরনো জিনিস নিয়ে হাজির পুরনো জিনিস কেনাবেচার দোকানে। বিক্রি করে টাকা পেলে হার্টের ওষুধ ক’টা কিনতে পারেন। তারপরেই টিপিক্যাল উত্তর কলকাতার অলি, গলি, তস্য গলির মধ্যে সেঁধিয়ে থাকা, নোনা ধরা দোতলা এক বাড়ির দালান। বারো ঘর এক উঠোনের সেই এজমালি বাড়ির এক বাসিন্দা সৌরশেখর, তার মা-বাবা, দাদু। বাবা কোনও এক কালের জ্যোতিষী। মিথ্যে বলতে পারেন না। তাই তাঁর পসার নেই। তাই অবসরের সঙ্গী নেশা। নুন আনতে পান্তা ফুরনোর সংসারে মায়ের একমাত্র অক্সিজেন তার দামাল ছেলে। দাদুর লাঠিও সে-ই। সেই ছেলের ভিতর ঘুমিয়ে থাকা দাবাড়ু জেগে উঠল দাদুর ছোঁয়ায়। যদিও তাঁকে মদ্যপ জামাইয়ের থেকে শুনতে হয়েছিল, তাস-পাশার মতোই দাবা খেলাও নাকি জুয়ার এক রূপ! যা তিনি নাতির মধ্যে বুনে দিতে চাইছেন। এভাবেই নিত্য অভাব, পাওনাদারদের অপমান, অক্লান্ত পরিশ্রম, আধপেটা খেয়ে না খেয়ে থেকে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন দেখা, একরত্তি বয়েস থেকে খেলার উপার্জনে সংসার চালানো— দেখিয়ে দিয়েছে কতটা সাধনা থাকলে সিদ্ধিলাভ সম্ভব।



অভিনয় কথা...
১. এ ছবির সম্পদ প্রত্যেকে। তাঁদের মতো করে। পোস্ত থেকে দাবাড়ুতে অর্ঘ বসু রায়ের উত্তরণ চোখে লেগে থাকবে। কখনও তার প্রেমিক সত্ত্বা কেবল নিজের স্বপ্নপূরণের জেদে প্রথম প্রেমকে দূরে ঠেলেছে। কখনও আপাত লাজুক, নম্র ছেলেটি ঘটনার ঘাত-প্রতিঘাতে মাকে মুখের উপরে বলেছে, ‘‘আমি খেলেছি, জিতেছি, টাকা এনেছি, মেডেল এনেছি। তাই আমার ইচ্ছে-অনিচ্ছের উপর কথা বলার অধিকার শুধুমাত্র আমার।’’ কিংবা অতি অভদ্র, নিজের আত্মমর্যাদা এবং পদমর্যাদায় অভিমানি, স্বৈরাচারি প্রশিক্ষকের অভদ্রতা, অত্যাচারে জর্জরিত হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া এক দাবাড়ু ফুঁসে উঠেছে, ‘‘স্যর, আমিও প্রমাণ করে দেব, এই উত্তর কলকাতার রক থেকেই গ্র্যান্ডমাস্টারের জন্ম হয়।’’ অতি শান্ত, শিষ্টরা বারংবার অপমানিত হতে হতে এভাবেই একদিন প্রতিবাদী হয়ে ওঠে। শুধু পর্দায় নয়, বাস্তবেও।

২. একরত্তি সমদর্শী সরকার। চিরতার মতো তেতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটুকরো মিছরি! মাত্র দ্বিতীয় শ্রেণিতে পড়া সমদর্শী বুঝে বা না বুঝে পর্দায় কী ভাল ছোট্ট সৌরশেখর! বিশেষ করে ধারাবাহিক ‘মহাভারত’ দেখবে বলে তড়িঘড়ি খেলায় জিতে টিভির সামনে বসে পড়া।

৩. না সেজে, শুধু লম্বা বেণি বেঁধে, কপালে সিঁদুর সিঁদুর টিপ... তুমি এতে আজও মহারানি, তুমি এতেই সুপারহিট। ছবিতে এটাই সৌরশেখরের লড়াকু মা, ঋতুপর্ণা সেনগুপ্ত। নেপথ্য গল্প অনুযায়ী, দৃশ্য জীবন্ত করতে গিয়ে অজান্তে কড়াইয়ের ফুটন্ত খিচুড়ি তাঁর মুখেচোখে ছিটকে লেগেছে। সেই দৃশ্যে তিনি যতটা জীবন্ত ততটাই স্বামীর সঙ্গে ডালভাতের অভাবি দাম্পত্যে। ছেলের জন্য নিজেকে নিংড়ে দেওয়া মাতৃসত্ত্বায়।

৪. ছোট্ট চরিত্রেও অনবদ্য শঙ্কর চক্রবর্তী, বিশ্বনাথ বসু, সঙ্ঘশ্রী সিনহা মিত্র। ব্যর্থ বাবার প্রতি মুহূর্তে হেরে যাওয়া আজও রয়েছে। যেমন রয়েছে, উত্তর কলকাতার খুব চেনা পড়শিরা। যাঁরা খাবার ভর্তি বাটি চালাচালিও করেন। আবার কূটকচালিও।

৫. চিরঞ্জিত চক্রবর্তী, কৌশিক সেন। পর্দায় দ্বিতীয় তারকা অভিনেতা অসভ্যতা দেখে আপনিও বিড়বিড়িয়ে কটু কথা না বলে পারবেন না! চরিত্রের খাতিরে কৌশিক ছবিতে এতটাই অসভ্য, অভদ্র। ঠিক উল্টো বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত। যাঁর স্নেহ না থাকলে এমন দাবাড়ুর জন্ম হয়? স্ত্রীর মৃত্যুও তুচ্ছ সন্তানসম ছাত্রের প্রতিষোগিতায় অংশ নেওয়ার কারণে! এবং এই ছবির তিনিই রাজনৈতিকমনস্কতা, ‘‘বিদেশে যখন খেলোয়াড় তৈরি হয়, তখন রাষ্ট্র তার পাশে দাঁড়ায়। আর এদেশে খেলোয়াড় তৈরি হয়ে যাওয়ায় পর তখন তার পাশে দাঁড়ায়...’’। সত্যিই এক কালে এই ধরনের প্রশিক্ষক ছিলেন। আজও কি তাঁরা আছেন? 

৬. সব্বাইকে ছাপিয়ে গিয়েছেন দীপঙ্কর দে। বহু যুগ পরে নন্দিতা-শিবু সুযোগ দিতেই তিনি হাত খুলে খেলেছেন। তাঁর অভিনয়ই এই ছবির সাফল্যের অন্যতম হাতিয়ার। দীপঙ্কর ছবির শুরু থেকে শেষ পর্যন্ত। কখনও সশরীরে কখনও অ-শরীরে। জীবন থেকে ছুটি পেয়েও নাতিকে ছাড়তে পারেননি। তিনি না থাকলে সৌরশেখর কোথায়? ভাগ্যিস তিনি ছিলেন। নইলে এত বড় ভাবনার বড় অংশ একার ঘাড়ে কে এভাবে বইতেন? তাঁর একটি সংলাপ, ‘‘বড় প্লেয়ারের আসল পরীক্ষা জিতে আসা নয়। ফিরে আসাও হয়’’... ভাইরাল। ফতুয়া, গরদের ধুতিতে, এলোমেলো চুল, মোটা ফ্রেমের চশমায়, কপালে জমে থাকা অভাবের ঘামে, জীবনের কাছে হেরে গিয়েও হার না মানা জেদে, নাতির মধ্যে নিজের দেখা স্বপ্ন বুনে দেওয়ার মাধ্যমে দীপঙ্কর দে মারাত্মক ভাবে খেলায় ফিরে এসেছেন! আবারও...



লাস্ট বাট নট দ্য লিস্ট...
এ ছবির ভিত্তি টানটান স্পোর্টস ড্রামা। তাই গান বোড়ে। গল্প আর অভিনয় রাজা-রানি। পথিকৃৎ প্রথম ছবিতেই নন্দিতা-শিবুর ঘরানা বুঝে নিয়েছেন। তারিফের দাবিদার চিত্রনাট্যকার অরিত্র বন্দ্যোপাধ্যায়, কাহিনিকার অর্পণ গুপ্তও। ছবিমুক্তির আগে এক সাক্ষাৎকারে শিবু জানিয়েছিলেন, তাঁদের লক্ষ্য, উইন্ডোজের ছবি মানেই নতুন চমক, নতুন গল্প, নতুন বার্তা। যাতে ছবি দেখতে বসে দর্শক যেন একঘেয়েমিতে না ভোগেন। সেই পথে হেঁটে, নাটকীয়তা (নিন্দুকদের দাবি অতিনাটকীয়তা), চোখের জল, কমেডি, নির্মম বাস্তবের টুকরো ঝলকই তো থাকবে! নইলে ছবি দেখতে বসে দর্শক নিজের জীবনের সঙ্গে তাকে মেলাবেন কী করে? এই ছবিতেও সে সব নিক্তি মেপে আছে। আর আছে জোরালো বার্তা। শুধু ছোটরা নয়, মা-বাবা, পড়শি, প্রশিক্ষক— প্রত্যেকে এই ছবি থেকে কিছু না কিছু শিখবেন। যেমন, সর্বংসহা, আপাতকঠিন মা না হলে সন্তান লক্ষ্যে পৌঁছোয় না। কিংবা সন্তানের ইচ্ছে মানলে আখেরে তার উন্নতি। এই প্রজন্ম শিখবে, সামাজিক মাধ্যমে মুখ গুঁজে থাকলে জীবন ষোল আনা বৃথা। শিক্ষাগুরুরাও ঝালিয়ে নেবেন, শাসন তাকেই মানায় সোহাগ করে যে...!

শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ‘‘থিয়েটার থাক... ওতে লোকশিক্ষে হবে।’’ ভাগ্যিস নন্দিতা-শিবু বুঝেছিলেন, সিনেমাতেও সেটা সম্ভব। সরকার কি এবার দাবাখেলাকে ‘জাতীয় খেলা’র মর্যাদা দেবে?


    




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বাবার সঙ্গে ঝগড়াটা শেষ হয়ে গেল, ভাবটা থাকল', মনোজ মিত্রকে শেষযাত্রায় বিদায় কন্যার ...

এক পলকে ১০০ পর্ব পাড় দীপ্তেশ-নীলার, শুটিংয়ের ফাঁকে কেমনভাবে হল সেলিব্রেশন?...

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টের অভিযোগ, বড়সড় বিপাকে রামগোপাল বর্মা...

‘সৎপাত্র’-এর প্রশংসা এবার বিদ্যার মুখে! তাল মেলালেন রাজেশ শর্মাও ...

‘কপ ইউনিভার্স’-এর নয়া ছবির ঘোষণা রোহিত শেঠির, দায়িত্ব সামলাবেন ‘লেডি সিংহম’! ...

গুজরাট উড়ে যাওয়ার আগে আচমকা ক্যামরাবন্দি অক্ষয়-সুনীল-পরেশ, চুপিসাড়ে শুরু 'হেরা ফেরি ৩'-এর শুটিং?...

সানি দেওলের নায়িকা হতে চান শালিনী পাসি? মনের সুপ্ত বাসনা ফাঁস করলেন নিজের মুখেই ...

রণবীর নয়, ফের ‘শক্তিমান’ হিসাবে বড়পর্দায় ৬৬-র মুকেশ খান্না? নতুন ভিডিও দেখে হাঁ নেটপাড়া! ...

আসছে ‘মাসুম ২’, কে কে থাকছেন মাসুম-এর সিক্যুয়েলে? বড় ঘোষণা পরিচালক শেখর কাপুরের...

বিয়ের মরশুমে সানাই বাজল টলিপাড়ায়! প্রেমিকের সঙ্গে বাগদাদ পাকা করলেন কোন নায়িকা? ...

বিয়ের আসরে এসে পৌঁছল না বর! শুভদিনে কপাল পুড়ল টলিপাড়ার কোন নায়িকার?...

বিতর্ক, ঝামেলা ছুঁতে পারবে না স্রেফ এই একটি কাজটি করলে! হদিস দিলেন অক্ষয়...

'পুষ্পা'র জন্য জাতীয় পুরস্কার পেতে কেন মরিয়া ছিলেন অল্লু অর্জুন? নেপথ্যে রয়েছে স্রেফ একটি কারণ!...

দেওলরা ঠিক কতটা গোঁড়া? পরিবারের মেয়েদের উপর কোন নিষেধাজ্ঞা জারি রয়েছে? বিস্ফোরক অভয় দেওল!...

লাস্যময়ী হয়ে উঠছে মেয়ে! মেনে নিতে পারেননি প্রিয়াঙ্কার মা, বকুনি দিয়ে কী বলেছিলেন?...



সোশ্যাল মিডিয়া



05 24