শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৭ মে ২০২৪ ১৪ : ০৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার চলছে তৃতীয় দফার ভোট। এরই মধ্যে ভোটারদের গণতন্ত্র বাঁচানোর ডাক দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার ১১ টি রাজ্যের ৯৩ টি আসনে ভোট। নিজের এক্স হ্যান্ডেলে খাড়গে লেখেন, দেশের সংবিধান এবং গণতন্ত্র বাঁচাতে ভোট দিন। ৯৩ টি লোকসভা আসনের ১১ কোটি মানুষদের কাছে এটাই আবেদন। নিজেদের প্রতিনিধি বাছার সময় সর্বদা মনে রাখবেন ক্ষতিকর শক্তির হাতে দেশের শাসনভার চলে গেলে দেশের উন্নতি সম্ভব নয়। আমরা একটা যুদ্ধের পরিবেশে রয়েছি। একটি সঠিক সিদ্ধান্ত দেশবাসীকে ন্যায় দিতে পারবে। দেশের যুব সমাজের জন্য ন্যায় দিতে পারে কংগ্রেস। রোজগার ক্রান্তির মাধ্যমে দেশের যুবরা নিজেদের ভবিষ্যতকে উজ্জ্বল করতে পারবে। দেশের নারীদের সঙ্গে ন্যায় হলে দেশের ভিত শক্ত হবে। কৃষকদের সঙ্গে ন্যায় হলে দেশ তার মিষ্টি ফল পাবে। শ্রমিকের সঙ্গে ন্যায় হলে দেশ আরও এগিয়ে যাবে। ইভিএমে নিজেদের ক্ষমতা প্রয়োগের আগে এই সমস্ত বিষয়টি যেন ভোটাররা মনে রাখেন। প্রথম বারের ভোটারদের উৎসাহ দিয়ে খাড়গে বলেন, দেশের ভবিষ্যৎ যাদের হাতে তাঁদের সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। ভোটের বোতাম দেশের সংবিধানকে নষ্ট করতে পারে, আবার শক্তিশালীও করতে পারে।