রবিবার ০৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৭ মে ২০২৪ ১২ : ১৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চলছে তৃতীয় দফার ভোট। অসমের ধুবড়িতে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ১০৩ বছরের এক মহিলা ভোটার। তিনি নিজে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁকে দেখে এদিন উৎসাহিত হয়ে ওঠেন অন্য ভোটাররাও। তৃতীয় দফার ভোটে অসমেও আজ ভোট চলছে। ভোটদানের হারও বেশ ভাল। ৯ হাজার ৫১৬ টি ভোটগ্রহণ কেন্দ্রে চলছে ভোট। সোমবার রাতে ভারী বৃষ্টি হয় অসমের বিভিন্ন অংশে। কিন্তু তারপরও সকাল থেকে ভোটাররা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দেন। অসমে মোট ভোটার সংখ্যা ৮১ লক্ষ ৪৯ হাজারের বেশি। পুরুষ ভোটারের সংখ্যা ৪১ লক্ষের বেশি এবং মহিলা ভোটারের সংখ্যা ৪০ লক্ষের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১১ জন। অসমে ভোট প্রার্থী রয়েছেন ৪৭ জন। এই প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে ৪ জুন।