শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | VOTE: সেজে উঠছে কোহিনূর রাইস মিল ময়দান, অভিষেকের আহ্বানে প্রস্তুত পাণ্ডুয়া

Sumit | ০৫ মে ২০২৪ ১৮ : ২২Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি : উপর আচ্ছাদন দিয়ে মোড়া। তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড, চলছে মঞ্চ বাঁধার কাজ। রাস্তার দুপাশ দলীয় পতাকা আর প্রার্থীর ব্যানারে মোড়া। সবমিলিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আহ্বানে জোর কদমে চলছে প্রস্তুতি। সোমবার হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে পান্ডুয়ার কোহিনূর রাইস মিল ময়দানে সভা করবেন অভিষেক ব্যানার্জি। সভার প্রস্তুতি প্রায় শেষ। মঞ্চ বাঁধার কাজও প্রায় শেষ পর্যায়ে। মঞ্চের পাশাপাশি কিছুটা দূরে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। দুপুর দুটো নাগাদ অবতরণ করবে অভিষেকের কপ্টার। মঞ্চের ঠিক সামনেই করা হয়েছে দলীয় কর্মী সমর্থকদের বসার জায়গা। প্রচণ্ড গরমে সভা, তাই উপস্থিত কর্মী সমর্থকদের স্বস্তি দিতে বসার জায়গার উপরের অংশ পুরোটাই আচ্ছাদন দিয়ে ঘেরা হয়েছে। উপস্থিত সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে সভা এবং সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসি টিভি। একইসঙ্গে চলছে লাইট লাগানোর কাজ। মোতায়ন করা হয়েছে পুলিশ।
এদিন সমাবেশস্থল পরিদর্শনে করেন হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ছিলেন জেলা সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। এদিন জেলা সভাপতি অরিন্দম গুইন বলেছেন, পান্ডুয়ার রাইস মিল ময়দানে সভা করবেন অভিষেক ব্যানার্জি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুধু পান্ডুয়া থেকেই ৩০ থেকে ৩৫ হাজার মানুষ এই জনসভায় উপস্থিত থাকবেন। আসবেন সংলগ্ন অন্যান্য বিধানসভার মানুষও। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার মানুষের জমায়েত হবে অভিষেক ব্যানার্জির এই সভায়। ২০১৯ লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। এবার সেই আসন পুনরুদ্ধারের লক্ষে তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালক অভিনেত্রী রচনা ব্যানার্জি। ২০২১ বিধানসভা এবং তার পরেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পাণ্ডুয়া গিয়ে ওই ময়দানে সভা করেন অভিষেক ব্যানার্জি। খুব ভাল ফল হয়, বামেদের হাতছাড়া হয় বিধানসভা কেন্দ্র। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনেও ভাল ফল হয়। তাই শুধু জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে নয় পাণ্ডুয়ার তৃণমূল কর্মীরাও মনে করেন ওই ময়দান তাদের কাছে খুব "লাকি"।




বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24