বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৫ মে ২০২৪ ১২ : ৩৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিজেপি সরকার কখনও দেশের সংবিধান বা সংরক্ষণকে পরিবর্তন করার চেষ্টা করেনি। কংগ্রেস ইচ্ছা করে ভয়ের রাজনীতি তৈরির করার চেষ্টা করছে। এটাই কংগ্রেসের ভোট ব্যাঙ্কের রাজনীতি। স্পষ্টভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন যদি ফের বিজেপি ক্ষমতায় আসে তবে তাঁরা দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবে। রাজনাথ সিং এর তীব্র বিরোধ করে বলেন, কংগ্রেসের এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে কংগ্রেস। এটা একেবারেই কাম্য নয়। দেশের মানুষ এতে বিভ্রান্ত হয়ে পড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে যে বিপ্লব এসেছে তা দেখে ভয় পেয়েছে কংগ্রেস। তাই তারা এই ধরণের কথা বলে ভোটারদের মনে ভয় ধরাতে চাইছে।