বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মে ২০২৪ ১৯ : ৩৬
ছবিটা ভাল হয়েছে, রাশ প্রিন্ট দেখতে দেখতে মনে হয়েছিল। তা বলে তিনি ‘ফার্স্ট গার্ল’ হয়ে যাবেন?
ভাবতেই পারেননি মানসী সিনহা। ‘এটা আমাদের গল্প’ তাঁর প্রথম পরিচালনা। ছবিমুক্তির আগে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর মতোই অবস্থা হয়েছিল তাঁর। প্রথম প্রযোজক বিশ্বাসঘাতকতা করেছেন। দাগা প্রযোজনা সংস্থা সেই বিপদের দিনে হাল ধরে। কিন্তু সব কিছুরই তো সীমা আছে। তাই ইচ্ছে থাকলেও মনের মতো করে প্রচার করতে পারেননি নতুন পরিচালক। তাই পুরোটাই তিনি ঈশ্বর আর দর্শকদের উপর ছেড়ে দিয়েছিলেন। ঈশ্বর তাঁর ব্যথা বুঝেছেন। দর্শক হৃদয়ে বসিয়েছে তাঁর প্রথম কাজ। ফলাফল? প্রথম সপ্তাহে ৪৮টি প্রেক্ষাগৃহ পেয়েছিল ছবিটি। দ্বিতীয় সপ্তাহে সেটি বেড়ে ৬০! ‘‘শুধু তাই? শুক্রবার থেকে রবিবার টানা হাউজফুল! আগাম টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। মা গো মা, আমি ভাবতেই পারছি না’’, যুদ্ধজয়ের হাসি হেসে আজকাল ডট ইনকে বলেছেন নতুন পরিচালক।
লোকের মুখে জয়. লোকের মুখেই ক্ষয়... বাংলার এই প্রবাদ আগেকার দিনে মানুষেরা প্রায়ই আওড়াতেন। মানসীর মতে, তিনি সেটাই সত্যি প্রমাণিত হয়ে দেখলেন। দর্শক ছবি দেখেছেন। আর মুখে মুখে ছড়িয়ে দিয়েছেন সে কথা। সেই ধারা ধরেই ‘ইতিহাস’ গড়ার পথে মানসীর প্রথম ছবি। পরিচালকের কথায়, ‘‘প্রযোজক একটু বসতে দিচ্ছেন না! নাগাড়ে উত্তর থেকে দক্ষিণ ছুটিয়ে বেড়াচ্ছেন। আর দর্শকের একটাই কথা, আপনার ছবি যেন জলের মতো বয়ে গেল! আলাদা করে মাথা খাটাতে হল না।’’ কেউ মেয়ের সঙ্গে ছবিটি দেখতে আসছেন। কেউ নাতনির সঙ্গে। প্রত্যেকের দাবি, সব ছবিতে রক্তপাত দেখতে দেখতে ‘লাবডুব’ বেড়ে গিয়েছিল। অনেক দিন পরে বাংলা ছবি গল্প বলল। সমালোচকেরা পর্যন্ত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একের পর এক সিনেমা হল থেকে ফোন, ছবি চালাতে দিতে হবে।
ছবি ঘিরে মানসীও নিশ্চয়ই মানসাঙ্ক কষেছিলেন? একেবারেই অস্বীকার করেননি সে কথা। উল্টে বুঝিয়ে দিলেন তাঁর হিসেবনিকেশ, ‘‘এক, ছকভাভা বিষয় ভেবেছিলাম। বয়স হলেই ক্রমশ এঁটে বসতে থাকা নিয়মকানুনের প্রতি আবার বরাবরের বিরক্তি। জীবন যাতে জেলখানা না হয়ে ওঠে সেই বার্তা দিতেই এই ছবি। যেখানে দুই প্রবীণ প্রকৃতির নিয়মে প্রেমে পড়বেন। ভালবাসবেন। একে অন্যের লাঠি হয়ে সারা জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখবেন। সাতপাকে নিজেদের বাঁধতেও দ্বিধা বোধ করবেন না। সেটাই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়-অপরাজিতা আঢ্য করেছেন। দুই, ছবির শেষটাও ছকে বাঁধা নয়। স্তব্ধ হৃদস্পন্দন প্রেমিকার আঙুলের ছোঁয়ায় গতি পাবে, ক্লিশে দৃশ্য দেখাতে চাইনি। বরং বলতে চেয়েছি, স্বামী না থাকলেও কেউ একা হয় না। যদি পরিবার পাশে থাকে। দর্শকের এসবই ভাল লেগেছে।’’
মানসীর এখন মনে হচ্ছে, ভাগ্যিস শাশ্বত যেচে ছবির প্রবীণ নায়ক হতে চেয়েছিলেন। আর অপরাজিতা প্রবীণ নায়িকা। না হলে....! প্রেক্ষাগৃহ থেকে প্রেক্ষাগৃহ ছুটতে ছুটতেই কি পরের ছবির ছক কষা শেষ? আগামীতেও শাশ্বত-অপরাজিতা জুটিই? হো হো হাসতে হাসতে মানসীর বক্তব্য, ‘‘ছেলে আমার সঙ্গে ঘুরছে। আনন্দের চোটে যদি খাওয়াদাওয়া ভুলে যাই! বরের কাছে আমার খোঁজ করলে জবাব দিচ্ছে, আমার বৌয়ের খবর প্রযোজক জানেন! এমন হট্টগোলের মধ্যে কি আর পরের ছবির ভাবনা আসে?’’
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
'লুটেরা'র বন্ধু এবার শত্রু? 'ডন' রণবীরকে টক্কর দিতে আসছেন বিক্রান্ত ম্যাসি?...
রণবীর সিং-এর সঙ্গে 'শক্তিমান' প্রতিযোগিতায় নেমেছেন মুকেশ খান্না? বিস্ফোরক জবাব মুকেশ খান্নার...
সমাজের কোন কঠিন সব বিষয় হাসির কম্বলে মুড়ে হাজির করবে গার্গী-রজতাভর 'বলরাম কান্ড'?...
মেয়ের জন্মের তিন মাস পর প্রথম এই কাজ করলেন রাহুল! সমাজ মাধ্যমে কী জানালেন অভিনেতা? ...
বাংলা ভাষার ধ্রুপদী মুকুটপ্রাপ্তি, উদযাপনে অভিনব আয়োজন 'ছায়ানট'-এর ...
২০ বছর পেরল ‘অ্যায়েতরাজ’, সিক্যুয়েলের ঘোষণা সুভাষ ঘাই-এর, ফের একসঙ্গে হাজির হচ্ছেন অক্ষয়-প্রিয়াঙ্কা-করিনা? ...
আসছে ‘বাজিগর ২’! নায়কের ভূমিকায় ফের শাহরুখ? বড় ঘোষণা প্রযোজক রতন জৈনর ...
শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধা থেকে পরমব্রত, ‘একেনবাবু’র সঙ্গী, ২০২৫-এ টাটকা তিনটি ছবি নিয়ে আসছেন ঋত্বিক ...
গুলশন কুমারের বায়োপিকে রাজি আমির! তবু স্রেফ এই একটি কারণেই পিছিয়ে যাচ্ছেন নির্মাতারা...
দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত, ৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও করছেন শুটিং, চালাচ্ছেন গাড়ি! ...
বাবার সঙ্গে ঝগড়াটা শেষ হয়ে গেল, ভাবটা থাকল', মনোজ মিত্রকে শেষযাত্রায় বিদায় কন্যার ...
এক পলকে ১০০ পর্ব পার দীপ্তেশ-নীলার, শুটিংয়ের ফাঁকে কেমনভাবে হল সেলিব্রেশন?...
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টের অভিযোগ, বড়সড় বিপাকে রামগোপাল বর্মা...
‘সৎপাত্র’-এর প্রশংসা এবার বিদ্যার মুখে! তাল মেলালেন রাজেশ শর্মাও ...
‘কপ ইউনিভার্স’-এর নয়া ছবির ঘোষণা রোহিত শেঠির, দায়িত্ব সামলাবেন ‘লেডি সিংহম’! ...