শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | KKR-Mumbai: ছন্দে ফিরলেন স্টার্ক, ১২ বছর পর ওয়াংখেড়েতে মুম্বইকে হারাল কেকেআর

Sampurna Chakraborty | ০৩ মে ২০২৪ ২৩ : ৪৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: অবশেষে ট্রেন্ড বদলাল। ওয়াংখেড়েতে ঘুরল চাকা। ১২ বছর পর মুম্বইয়ের মাঠে রোহিতদের হারাল কলকাতা নাইট রাইডার্স। ২০১২ আইপিএলের পর ওয়াংখেড়েতে জিততে পারেনি নাইটরা। এদিন ভাগ্যের চাকা ঘুরল। যদিও ম্যাচের শুরুটা দেখে মনে হয়নি। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এবং মণীশ পাণ্ডের ব্যাটিং ম্যাচে ফেরায় কেকেআরকে। শেষটা করলেন মিচেল স্টার্ক। প্রথমবার বেগুনি জার্সিতে দলকে জেতালেন। অল্প রান করেও অজি তারকার দাপটে ২৪ রানে জিতল কেকেআর। ৩৩ রানে ৪ উইকেট নেন স্টার্ক। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলবে নাইট শিবির। পরপর জোড়া জয় কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে জেতার পর, হার্দিকদের ডেরায় মুম্বইকে হারাল নাইটরা। শুরুতে জয়ের হ্যাটট্রিকের পর ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে পারেনি কেকেআর। শেষমেষ শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল শ্রেয়স আইয়ারের দল। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল কেকেআর। প্রথমে ব্যাট করে ১৬৯ রানে অলআউট হয়ে যায় নাইটরা। জবাবে ১৮.৫ ওভারে ১৪৫ রানে শেষ মুম্বইয়ের ইনিংস। এদিনের হারে প্লে অফে যাওয়ার আশা কার্যত শেষ হার্দিক পাণ্ডিয়াদের। 

টসে জিতে ফিল্ডিং নেয় মুম্বই। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে ভেঙ্কটেশ আইয়ার এবং মণীশ পাণ্ডের ব্যাটে ম্যাচে ফেরে নাইটরা। ওয়াংখেড়ে পয়া মাঠ ভেঙ্কটেশের।‌ আগের বছর এখানে শতরান করেছিলেন। এদিন দলকে ম্যাচে ফেরালেন। ৫২ বলে ৭০ রান করেন ভেঙ্কটেশ। ইনিংসে ছিল ৩টি ছয়, ৬টি চার। অন্যদিকে ২টি চার এবং ছয়ের সাহায্যে ৩১ বলে ৪২ করেন ইমপ্যাক্ট প্লেয়ার মণীশ পাণ্ডে। এই দু"জন ছাড়া বাকিটা ব্যর্থ। ভরাডুবি বলা চলে। দু"অক্ষরের রানেও পৌঁছতে পারেনি। ৫৭ রানে ৫ উইকেট হারায় কেকেআর। ষষ্ঠ উইকেটে ৮৩ রান পার্টনারশিপ ভেঙ্কটেশ-মনীশের। ম্যাচের সেরাও বাঁ হাতি ব্যাটার। ১৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় কেকেআর। জবাবে ব্যাটিং বিপর্যয় মুম্বইয়েরও। রান পায়নি ঈশান কিষাণ, রোহিত শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়ারা। একমাত্র সফল সূর্যকুমার যাদব। নাইটদের বিরুদ্ধে চতুর্থ অর্ধশতরান তুলে নেন। চলতি আইপিএলে তাঁর তৃতীয়। ৩৫ বলে ৫৬ রানে সূর্য আউট হতেই মুম্বইয়ের অর্ধেক আশা শেষ। টিমটিম করে জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন টিম ডেভিড। কিন্তু ২৪ রানে তিনি ফিরতেই স্বপ্নভঙ্গ। নিজের শেষ ওভারে তিন উইকেট তুলে নিয়ে নাইটদের জয় নিশ্চিত করেন স্টার্ক। 




বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...

তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...

কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...

বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...

অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...

'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...

বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...

মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...

'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...

সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?‌...

দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...

কেমন আছেন কাম্বলি?‌ জানুন চিকিৎসক কী বলছেন

'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...

অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...

পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...



সোশ্যাল মিডিয়া



05 24