সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Virat Kohli: ৪৯ নট আউট! জন্মদিনে বিরাট ইনিংসে শচীনকে ছুঁলেন কোহলি

Sampurna Chakraborty | ০৫ নভেম্বর ২০২৩ ১২ : ৫১Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: ৪৯তম ওভার। রবীন্দ্র জাদেজা এক রান নিতেই দাঁড়িয়ে পড়ল গোটা ইডেন। চারদিকে ফ্ল্যাশলাইট। মোবাইল জোনাকি। মুহূর্তকে লেন্সবন্দী করার জন্য তৈরি চিত্র সাংবাদিকরা।‌ রাবাডার বলে এক রান নিয়ে পৌঁছে গেলেন রেকর্ড শতরানে। ৪৯ নট আউট বিরাট কোহলি। অবশেষে ছুঁলেন শচীন তেন্ডুলকারকে। তবে অদ্ভুতভাবে সেলিব্রেশনে কোনও উচ্ছ্বাস নেই। যা সচরাচর দেখা যায় বিরাটের ক্ষেত্রে। বরং বরফ শীতল। প্রথমে দর্শকদের উদ্দেশে ব্যাট তুললেন। পরে হেলমেট খুলে দু"হাত শূন্যে তুলে অভিবাদন গ্রহণ করলেন। ক্রিকেটের ভগবানকে স্পর্শ করার পর আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। তারপর জড়িয়ে ধরেন জাদেজাকে। ব্যাস, এটুকুই। কিন্তু কেন? শচীন তেন্ডুলকারের রেকর্ড ছুঁয়েও হয়তো এভাবেই সম্মান জানালেন কিংবদন্তিকে। 

মুম্বইয়ের ওয়াংখেড়েতে অধরা ছিল। বোধহয় তুলে রেখেছিলেন কলকাতার জন্য। বড় প্লেয়াররা আদর্শ সময় জ্বলে উঠতে জানে। ঠিক তেমনই "পারফেক্ট টাইমিং" বিরাট কোহলির। আগের দিন শচীন তেন্ডুলকারের চোখের সামনে তাঁকে ছোঁয়ার সুযোগ হাতছাড়া হয়। কিন্তু প্রিয় ইডেনে মাইলস্টোনে পৌঁছে যান কিং কোহলি। ১১৯ বলে শতরানে পৌঁছে যান। একদিনের ক্রিকেটে একশোর নিরিখে ছুঁয়ে ফেলেন মাস্টার ব্লাস্টারকে। ইনিংস শেষে ১২১ বলে ১০১ রানে অপরাজিত। চার বছর আগে গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। রবিবাসরীয় সন্ধেয় একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান তুলে নেন। বেলা ছোট হয়ে গিয়েছে। বিকেল পাঁচটার পরই অন্ধকার নেমে আসে কলকাতায়। তাতে আরও মায়াবী চেহারা নেয় ক্রিকেটের নন্দনকানন। সেখানে একমাত্র উজ্জ্বল দ্যুতি বিরাট কোহলি। সত্যিই তিনি রাজা। শুরুতে একটু নড়বড়ে দেখালেও ইনিংসের বাকি সময়টা তিনি কিং। সেঞ্চুরি করতে একটিও ছয় মারেনি। চারের সংখ্যা ১০। হাউসফুল ইডেন অপেক্ষা করছিল এই মহেন্দ্রক্ষণের জন্য। ৩৫তম জন্মদিনে কলকাতাকে শতরান উপহার দিলেন বিরাট। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। ইডেনের ম্যাচে সঠিক সিদ্ধান্ত। অপরিবর্তিত ভারতীয় দল। অন্যদিকে পিচে টার্নের কথা মাথায় রেখে এদিন শামসিকে খেলায় দক্ষিণ আফ্রিকা। শুরুটা দারুণ করেন রোহিত। পছন্দের মাঠে চার মেরে শুরু করেন। ২টি ছয় এবং ৬টি চারের সাহায্যে ২৪ বলে দ্রুত ৪০ রান করে ফেরেন ভারতের নেতা। শুরুটা ভাল করলেও ২৩ রানে ফেরেন শুভমন গিল। উইকেটে বল ঘোরার একটা সম্ভাবনা ছিল। গিলের আউট তার আদর্শ উদাহরণ। কেশব মহারাজের বল টার্ন করে শুভমনের উইকেট ভেঙে দেয়। শ্রীলঙ্কার পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সফল শ্রেয়স আইয়ার। ৮৭ বলে ৭৭ রান করে আউট হন। তারমধ্যে ছিল দুটো বড় ছক্কা।

রান পাননি কেএল রাহুল (৮) এবং সূর্যকুমার যাদব (২২)। অবশ্য স্কাই শুরুটা ভাল করেন। ২২ রানের মধ্যে ২০ রান বাউন্ডারিতেই। শেষদিকে ১৫ বলে ২৯ রান যোগ করেন জাদেজা। ৫০ ওভারের শেষে ৫ উইকেটের বিনিময়ে ৩২৬ রান ভারতের। 

ছবি: অভিষেক চক্রবর্তী




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

অনুশীলনে চেন্নাইয়ের পাঁচিল ভেঙে ফেললেন কোহলি! ভাইরাল হল ভিডিও...

বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না গিল? ফিরছেন কবে? ...

রবিবাসরীয় দুপুরে বড় চমক! পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজকে সই করাল মোহনবাগান...

সিএবির অনুষ্ঠানে চাঁদের হাট, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতই ফেভারিট, জানালেন সামি...

চুংনুঙ্গার লালকার্ড, হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বিরাট কোহলি নাকি এমএস ধোনি? প্রিয় ক্রিকেটারের নাম জানালেন প্যারা অলিম্পিকে সোনাজয়ী নভদীপ সিং...

'মুম্বইয়ের লেভেলে এখনও যেতে পারিনি', জেতা ম্যাচ ড্র করে আর কী বললেন বাগান কোচ? ...

আইএসএলেও ডুরান্ড ফাইনালের পুনরাবৃত্তি, উদ্বোধনী ম্যাচে আটকে গেল মোহনবাগান...

রাত পোহালেই মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?...

বাদ কোহলি-ধোনি, সেরা হিসেবে কাকে বেছে নিলেন যুবরাজ?...

রায় খারিজ, শনিবার ফের শুনানি, আনোয়ার জট ক্রমশ জটিল হচ্ছে ...

আইএসএলের উদ্বোধনী ম্যাচে যুবভারতীতে মুখোমুখি ফুটবলের জয়-বীরু...

আইএসএলের আগে জাঁকজমক অনুষ্ঠানে মহমেডানের জার্সি উন্মোচন, অভিষেক বছরই চমকের প্রতিজ্ঞা...

মুম্বই ম্যাচেও নেই ম্যাকলারেন,‌ অতীত নিয়ে ভাবছেন না মোলিনা...

ফের ড্র, একাধিক সুযোগ নষ্ট করে জেতা ম্যাচ মাঠে রেখে এল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ...

East Bengal: আনোয়ার নিয়ে ভাবছেন না, বেঙ্গালুরুতে তিন পয়েন্ট লক্ষ্য কুয়াদ্রাতের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 23