বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০২ মে ২০২৪ ১৮ : ০০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: তৃতীয় দফার ভোটের আগে বঙ্গে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ২ মে, কলকাতায় পৌঁছবেন তিনি। রাতে রাজভবনে থাকার কথা। এরপর ৩ মে তিনটি জনসভা রয়েছে তাঁর। কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বোলপুরে জনসভা করবেন। মোদির সফরের আগে কলকাতা পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের বন্দোবস্ত করা হয়েছে।
কলকাতা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ থেকে রাত ১১টা পর্যন্ত এবং তার পরদিন অর্থাৎ শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভারী গাড়ি কলকাতায় ঢোকা বন্ধ। বৃহস্পতিবার যান নিয়ন্ত্রণ হবে উল্টোডাঙা ফ্লাইওভার, ইএম বাইপাস, মা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জেনসন অ্যান্ড নিকোলসন আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ, রাজভবন (সাউথ গেট)। পরদিন অর্থাৎ শুক্রবার রাজভবন (সাউথ গেট), আর আর অ্যাভিনিউ, রেড রোড, জেনসন অ্যান্ড নিকোলসন আইল্যান্ড, খিদিরপুর রোড এবং ১১ ফারলং গেটে যান নিয়ন্ত্রণ করা হবে।