মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৯ এপ্রিল ২০২৪ ১১ : ৩৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাগরদিঘি এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের দুই বিধায়ক যথাক্রমে বাইরন বিশ্বাস এবং জাকির হোসেনের "ঠান্ডা লড়াই" ফের একবার প্রকাশ্যে চলে এল।
রবিবার বিকেলে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বাহালনগর এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের জরুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দু"টি ছোট জনসভার ডাক দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুটি সভাতেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। রাজ্যের মন্ত্রী সাগরদিঘির জনসভাতে উপস্থিত থাকলেও জঙ্গিপুরের সভাতে উপস্থিত ছিলেন না। এরপরই জাকির গোষ্ঠী অভিযোগ করেছে, রবিবার সাগরদিঘিতে সময়মতো শশী পাঁজা পৌঁছে গেলেও "ইচ্ছাকৃতভাবে" সেখানে তাঁর কর্মসূচি দেরিতে শুরু করা হয়। অন্যদিকে জঙ্গিপুরের সভাতে তৃণমূল কর্মীরা দীর্ঘক্ষণ মন্ত্রীকে শোনার জন্য অপেক্ষা করে থাকার পরও তিনি না আসায় সকলে ফিরে যান।
যদিও বাইরন গোষ্ঠীর অভিযোগ, জরুর গ্রাম পঞ্চায়েতের জনসভাতে পর্যাপ্ত জনসমাগম না হওয়ার খবর পেয়েই সম্ভবত সেখানে যাননি রাজ্যের মন্ত্রী। যদিও প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করতে রাজি হয়নি। প্রসঙ্গত, সম্প্রতি বাইরন জাকিরের নাম না করে অভিযোগ করেছিলেন, জঙ্গিপুরের বিধায়ক সাগরদিঘিতে দলের সাংগঠনিক কাজকর্মে নাক গলাচ্ছেন। এমনকী তিনি "চাপিয়ে দেওয়া" নির্বাচনী কমিটিও মানতেও অস্বীকার করেছিলেন।
জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলি বলেন, "রাজ্যের মন্ত্রী বিকেল পাঁচটা নাগাদ আমাদের সভাতে বক্তব্য রাখতে আসবেন বলে জানানো হয়েছিল। সেই মতো বিকেল সাড়ে তিনটে থেকেই লোকজন জমায়েত হতে শুরু করে। কিন্তু সন্ধে ছ"টা বেজে গেলেও মন্ত্রী উপস্থিত হননি। তার কারণ আমার জানা নেই। তবে আমাদের বিধানসভা এলাকাতে জাকির হোসেনই শেষ কথা। কে এল আর কে এল না সেটা নিয়ে আমরা চিন্তিত নই।"
অন্যদিকে সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নুরে মেহেবুব আলম বলেন, বন্যেশ্বর, মোড়গ্রাম, বোখরা-১ এবং বোখরা-২ এই চারটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী সমর্থকদেরকে নিয়ে বাহালনগরে মোটামুটি সঠিক সময়েই মন্ত্রীর সভা অনুষ্ঠিত হয়েছে। তবে তিনি অন্যত্র কেন যাননি সেটা আমাদের জানা নেই।" মেহেবুব বলেন, "আমাদের সভাতে প্রায় তিন হাজার মানুষের জনসমাগম হয়েছিল।"
অন্যদিকে রাজ্যের মন্ত্রী সাগরদিঘির বিধায়কের জনসভাতে উপস্থিত থাকলেও জঙ্গিপুরের বিধায়কের জনসভা কেন এড়িয়ে গেছেন তা জানা নেই বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি বিকাশ নন্দ। তিনি বলেন, "গোটা বিষয়টি আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। আমার জানা নেই ঠিক কী হয়েছিল।"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...
রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা? ...
দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে ...
পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...
কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...
বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...
'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...
অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...
ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...
৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...
মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...