বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৬ এপ্রিল ২০২৪ ২১ : ৩৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের পর কর্মীদের চাঙ্গা রাখতে নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বেরোনোর পরেই মোদি পোস্ট করে লেখেন, দারুণ ভোট হয়েছে। দ্বিতীয় দফায় বিপুল জনসমর্থন পেতে চলেছে এনডিএ। একই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
লিখেছেন, বিরোধীরা আরও হতাশ হতে চলেছেন দ্বিতীয় দফার ভোটের পর। সন্ধ্যা ৬.৫০ নাগাদ মোদি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, দারুণভাবে শেষ হল দ্বিতীয় দফার নির্বাচন। দেশ জুড়ে যারা আজ ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দ্বিতীয় দফায় এনডিএ-র প্রতি জনগণের বিপুল সমর্থন বিরোধীদের আরও হতাশ করতে চলেছে।