বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৬ এপ্রিল ২০২৪ ২১ : ৪৬Kaushik Roy
আবু হায়াত বিশ্বাস: লোকসভা ভোটের দুটি দফা শেষ। কেরলের সব কটি আসনে ভোট পর্ব মিটেছে শুক্রবার। ওয়েনাড়ের ভোট মিটতেই এবার উত্তর প্রদেশের আমেথি ও রায়বরেলি কেন্দ্রের দিক নজর রাজনৈতিক মহলের। সূত্রের খবর, কাল শনিবার সন্ধেয় বৈঠকে বসছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। মনে করা হচ্ছে, আমেথি ও রায়বরেলির দলের প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে। রাহুল গান্ধী লড়তে পারেন আমেথি থেকে। অন্যদিকে, রায়বরেলি থেকে প্রিয়াঙ্কা গান্ধীর সম্ভাবনা। তবে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা লড়েন কি না সেটাও দেখার বিষয়। কেননা, সোনিয়া গান্ধী রাজ্যসভার সদস্য। রাহুল গান্ধী লোকসভায় লড়ছেন। প্রিয়াঙ্কাও যদি লড়েন, সেক্ষেত্রে বিজেপি প্রশ্ন তুলবে ‘পরিবারতন্ত্র’ নিয়ে।
কাজেই সবকিছু বিবেচনা করেই প্রার্থীর নাম ঘোষণা করবে হাত শিবির। শুক্রবার থেকে আমেঠি ও রায়বরেলির মনোনয়ন শুরু হয়েছে। মনোনয়ন পেশের শেষ দিন ৩ মে। কাজেই প্রার্থী ঘোষণা করতে আর বিলম্ব করতে রাজি নয় কংগ্রেস। উত্তর প্রদেশের কংগ্রেস নেতৃত্ব প্রথম থেকেই আমেথি ও রায়বরেলিতে গান্ধী পরিবারের সদস্যদের লড়ার জন্য আবেদন জানিয়ে আসছে শীর্ষ নেতৃত্বকে। উত্তর প্রদেশ কংগ্রেসের ইন-চার্জ অবিনাশ পান্ডে বলেছেন, আমথি ও রায়বরেলির কংগ্রেস কর্মীরা চান ওই দুই আসনে রাহুল ও প্রিয়াঙ্কা লড়ুন। এবিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। জানাগেছে, কংগ্রেস আমেথিতে বেশ কয়েকবার সমীক্ষা চালিয়েছে। বিজেপি সাংসদ স্মৃতি ইরানির ওপর তীব্র অসন্তোষের চিত্র উঠে এসেছে ওই সমীক্ষায়। কংগ্রেসের একাংশের মতে, প্রাক্তন দলীয় সভাপতি অমেথিতে প্রার্থী হলে উত্তর প্রদেশে রাহুল-অখিলেশ জুটির লড়াই উৎসাহিত করবে নিচুতলার কর্মীদের।