শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৫ এপ্রিল ২০২৪ ২১ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে চিঠি দিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন, কেন? কারণ জানিয়েছেন কংগ্রেস নেতা নিজেই। জানিয়েছেন তাঁদের ইশতেহার নিয়ে ব্যখ্যা দিতেই মুখোমুখি বসতে চান। নির্বাচন চলছে দেশজুড়ে। ভোটের আগে সব রাজনৈতিক দলগুলিই নিজেদের ইশতেহার প্রকাশ করেছে। জানিয়েছে ক্ষমতায় এলে জনসাধারণের জন্য কী কী করতে চায় তারা। কংগ্রেস ইশতেহার প্রকাশ করার পরেই, তাকে হাতিয়ার করে বারবার কটাক্ষ করেছে গেরুয়া শিবির। মোদি সহ একাধিক নেতা নেত্রী হাত শিবিরের ম্যানিফেস্টোকে তাঁদের বক্তব্যে তুলে ধরছেন। মোদি গত কয়েকটি নির্বাচনী প্রচারেও কংগ্রেসের ইশতেহারের কথা তুলে কটাক্ষ করেছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা। দু পাতার চিঠিতে লিখলেন, কংগ্রেসের ইশতেহার নিয়ে মোদিকে ভুল বোঝাচ্ছেন তাঁর উপদেষ্টারা। সেই কারণেই তিনি মুখোমুখি হয়ে ইশতেহার এবং সেই সম্পর্কিত প্রশ্নের জবাব দিতে চান।